ছবি: সংগৃহীত
ব্রিকস জোটে নতুন করে ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ দেশগুলো হলো মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) জোটটির শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নতুন পূর্ণ সদস্য হিসেবে এ ছয়টি দেশের নাম ঘোষণা করেছেন।
আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। এর মাধ্যমে পাঁচ দেশের জোট থেকে নতুন বছরে ১১ দেশের জোটে পরিণত হবে ব্রিকস।
গত মঙ্গলবার (২২ আগস্ট) থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয় ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া বাকি চার দেশের সরকার প্রধানরা স্বশরীরে অংশ নেন।
এম.এস.এইচ/
খবরটি শেয়ার করুন