ছবি: সংগৃহীত
১৯৪০ সালে আমেরিকার এক নিউজপেপারের ফিকশন পেইজটি আমরা দেখছি । এখানে এক দম্পতি সকালে তাদের টিভি ছেড়ে সেখানে সেদিনের পত্রিকার ফ্রন্ট পেইজের তাজা খবর পড়ছে। পাতাটিতে এই কাল্পনিক ছবি এঁকে এভাবে প্রশ্ন করা হয়েছে - কোনো একদিন হয়ত তুমি সকালের সংবাদপত্রের প্রথম পাতার খবরগুলো এভাবে পড়তে পারবে - সেটা সম্পূর্ণ ছাপা অবস্থায় তোমার টেলিভিশন সেটের পর্দায় দেখানো হবে ।
প্রশ্ন হলো, এই ৮০ বছরে আমরা কল্পনায় এরচেয়ে আর কতোটুকু এগিয়েছি ?
তবে হ্যা, এখন ছাপানো সংবাদ পত্রের জায়গা যেন ক্রমশ চলে যাচ্ছে অনলাইন সংবাদপত্রের দখলে। গত কয়েক বছরে বাংলাদেশে ছাপানো পত্রিকার আবেদন পাঠকের কাছে বেশ কমলেও অনলাইনে সংবাদ পড়া মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। সে কারণে নিউজ পোর্টালের সংখ্যা অগণিত।
আরো পড়ুন: সিডনিতে কাল থেকে চালু হচ্ছে বাংলাদেশি ই-পাসপোর্ট
কোনও কোনও পত্রিকা ছাপানো বন্ধ হলেও অনলাইনে আছে। আবার যারা ছাপানো পত্রিকা বের করছে তাদেরও আছে অনলাইন ভার্সন। আসলে সময়টাই এখন অনলাইনের। মানুষের টিভি দেখার প্রবণতাও কমছে। কারণ খবর কিংবা বিনোদন সবই মিলছে অনলাইনে। গ্রাহক তার পছন্দ অনুযায়ী সুবিধাজনক সময়ে দেখছে, উপভোগ করছে যার যা প্রয়োজন।
এসি/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন