মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না *** জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল *** দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে সতর্কতা জারি *** তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘ত্রুটির’ জন্য ক্ষমা চাইলেন বিবিসির চেয়ারম্যান *** ‘প্রাইমারি শিক্ষকদের কেউ মেয়ে দিতে চায় না, তাই ৫০ বছরেও বিয়ে করতে পারিনি’ *** কিসের গণভোট, প্রশ্ন ফরহাদ মজহারের *** আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা *** রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান *** রোগীর দেহে প্রতিস্থাপনের জন্য দাতার ফুসফুস মেট্রোতে করে পৌঁছাল হাসপাতালে *** আসিফের মন্তব্য নিয়ে বিসিবির ব্যাখ্যা চেয়েছে বাফুফে

বিবিসিকে নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির ব্যঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০২ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেসের পদত্যাগের পর ঘটনাটিকে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। খবর আরটি-এর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তৈরি করা একটি বিতর্কিত প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে বিতর্কের মুখে গত রোববার (৯ই নভেম্বর) এই দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে ওই প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছিল, যা নিয়ে আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে সমালোচনা করা হয়।

ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে ‘shot/chaser’ ক্যাপশন দেন—যা ব্যঙ্গাত্মকভাবে জনপ্রিয় একটি মিম ফরম্যাট।

প্রথম প্রতিবেদনটি ছিল টেলিগ্রাফের। যেখানে লেখা ছিল, ট্রাম্প বিবিসির সঙ্গে যুদ্ধে যাচ্ছেন। দ্বিতীয়টি ছিল বিবিসির নিজস্ব সংবাদ। যেখানে বলা হয়েছে, মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেছেন।

টিম ডেভি ও ডেবোরা টারনেস একযোগে পদত্যাগ করেন। ডেভি কোনো নির্দিষ্ট কারণ জানাননি, শুধু বলেছেন, ‘কিছু ভুল হয়েছে।’

টারনেস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে প্যানোরামা অনুষ্ঠানের চলমান বিতর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা বিবিসির সুনাম ক্ষুণ্ণ করছে। 

সম্প্রতি বিবিসির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা ট্রাম্পের বক্তব্যের ভিডিও ফুটেজ বিকৃত করে প্রচার করেছে, যাতে জনসাধারণ বিভ্রান্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ওয়াশিংটনের সমালোচনা বাড়ে। লেভিট আগেই বিবিসিকে ‘বামপন্থী প্রচারণা যন্ত্র’ ও ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ বলে অভিহিত করেছিলেন।

বিবিসি ব্রিটেনে বাধ্যতামূলক বার্ষিক লাইসেন্স ফি থেকে অর্থায়িত হয়। পাশাপাশি যুক্তরাজ্য সরকার তাদের ওয়ার্ল্ড সার্ভিস বাজেটের এক-তৃতীয়াংশ সরাসরি বহন করে। 

যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি টিম ডেভিকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের জন্য সম্প্রচারে তার অবদান অনন্য। বিবিসিকে এখন নতুন যুগে নিজেদের মানিয়ে নিতে হবে এবং জাতীয় জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা বজায় রাখতে হবে।

জে.এস/

ক্যারোলিন লেভিটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250