মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না *** জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল *** দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে সতর্কতা জারি *** তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘ত্রুটির’ জন্য ক্ষমা চাইলেন বিবিসির চেয়ারম্যান *** ‘প্রাইমারি শিক্ষকদের কেউ মেয়ে দিতে চায় না, তাই ৫০ বছরেও বিয়ে করতে পারিনি’ *** কিসের গণভোট, প্রশ্ন ফরহাদ মজহারের *** আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা *** রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান *** রোগীর দেহে প্রতিস্থাপনের জন্য দাতার ফুসফুস মেট্রোতে করে পৌঁছাল হাসপাতালে *** আসিফের মন্তব্য নিয়ে বিসিবির ব্যাখ্যা চেয়েছে বাফুফে

তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘ত্রুটির’ জন্য ক্ষমা চাইলেন বিবিসির চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিবিসির চেয়ারম্যান সামির শাহ সোমবার (১০ই নভেম্বর) নিজেদের ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা সম্পাদনার ক্ষেত্রে ‘বিবেচনাগত ত্রুটির’ জন্য ক্ষমা চেয়েছেন। এর আগে রোববার এই ভুলের দায় স্বীকার করে বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন।

সোমবার ব্রিটিশ আইনপ্রণেতাদের কাছে লেখা এক চিঠিতে সামির শাহ লিখেছেন, ‘তথ্যচিত্রে সম্পাদনার কারণে ট্রাম্পের বক্তৃতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, এ কথা বিবিসি স্বীকার করে নিয়েছে। আমরা মনে করি, তা আরও সতর্কতার সঙ্গে সম্পাদনা করা উচিত ছিল।’

বিবিসির চেয়ারম্যান বলেন, ‘এ বিষয়টি চলতি বছরের শুরুতে বিবিসি অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করেছে। তখনই আমাদের আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া উচিত ছিল।’

সামির শাহর ভাষ্যমতে, ‘এ বিষয়টি স্পষ্ট যে বিবিসিকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান নিতে হবে।’ তিনি যোগ করেন, বিবিসি জনসাধারণের বিশ্বাস পুনরুদ্ধার ও নিজেদের সাংবাদিকতার সর্বোচ্চ ন্যায়পরায়ণতার মান পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ট্রাম্পের বক্তৃতা সম্পাদনার বিষয়ে বিবিসির চেয়ারম্যান বলেন, অধিকতর চিন্তাভাবনার পর বিবিসি স্বীকার করেছে, সম্পাদনার কারণে ‘সহিংস কর্মকাণ্ডের সরাসরি আহ্বানের বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছিল। বিবিসি সেই ভুল বিবেচনার জন্য ক্ষমাপ্রার্থী।’

আলোচিত প্যানোরামা তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে সম্প্রচারিত হয়েছিল। এতে ট্রাম্পের একটি বক্তৃতার দুটি ভিন্ন অংশ জোড়া দেওয়া হয়েছিল। এতে এই ধারণা তৈরি হয়েছিল, ট্রাম্প ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিল দাঙ্গার জন্য প্ররোচনা দিয়েছিলেন।

বিবিসির এডিটোরিয়াল গাইডলাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট এই প্রতিবেদন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন।

এরই মধ্যে যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম টেলিগ্রাফে বিবিসির অভ্যন্তরীণ একটি নথি ধরে প্রতিবেদন প্রকাশ করা হয়। এতেও বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের ওই বক্তব্য নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়। এরপর রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসির বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেন।

বিবিসির চেয়ারম্যান বলেন, যখন কোনো ভুল হয়েছে, তা সংশোধন করা হয়েছে। সম্পাদকীয় নির্দেশিকা পরিবর্তন করা হয়েছে, নেতৃত্বের পরিবর্তন আনা হয়েছে এবং (প্রয়োজনে) শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সামির শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250