মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না *** জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল *** দিল্লিতে বিস্ফোরণের পর মুম্বাই, উত্তরপ্রদেশে সতর্কতা জারি *** তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘ত্রুটির’ জন্য ক্ষমা চাইলেন বিবিসির চেয়ারম্যান *** ‘প্রাইমারি শিক্ষকদের কেউ মেয়ে দিতে চায় না, তাই ৫০ বছরেও বিয়ে করতে পারিনি’ *** কিসের গণভোট, প্রশ্ন ফরহাদ মজহারের *** আন্তঃধর্মীয় ঐক্য রক্ষায় সরকারের কঠোর বার্তা *** রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান *** রোগীর দেহে প্রতিস্থাপনের জন্য দাতার ফুসফুস মেট্রোতে করে পৌঁছাল হাসপাতালে *** আসিফের মন্তব্য নিয়ে বিসিবির ব্যাখ্যা চেয়েছে বাফুফে

জামায়াত দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১০ই নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বরদ্বেশ্বরী বাজার ও রুহিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে থানা বিএনপির আয়োজনে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ‘একটি দেশ তখনই উন্নয়নে যেতে পারে, যখন জনগণ ঐক্যবদ্ধ হয়। যখন জনগণ চায়, আমরা উন্নতি করব। জনগণের মধ্যে সারাক্ষণ দ্বন্দ্ব-বিবাদ, ফেতনা, ঝগড়াঝাঁটি যদি থাকে, তাহলে কি উন্নতি হতে পারে? যখন গণ-অভ্যুত্থান হলো, তখন আমরা ভেবেছিলাম, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারব।'

তিনি বলেন, 'কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখলাম কিছু কিছু দল বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি, সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা, নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা জনগণ কোনোভাবেই বরদাশত করবে না।’

বিএনপির মহাসচিব বলেন, ‘১৫ বছর আমরা ভোট দিতে পারিনি। ভোট দেওয়ার সুযোগ এসেছে। যেভাবে দেশের উন্নতি হয়, আমরা সেভাবে ভোট দেব। আমরা যদি সরকারে যেতে পারি, তাহলে কৃষক ভাইদের যে সমস্যাগুলো আছে—বীজের সমস্যা, সারের সমস্যা, পানির সমস্যা—এগুলো সমাধান করব। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করব।’ 

রুহিয়া থানাকে উপজেলায় উন্নীত করা হবে ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘রুহিয়া থানা হয়েছে, কিন্তু উপজেলা হয়নি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তবে আমাদের প্রথম কাজ হবে রুহিয়াকে উপজেলায় উন্নীত করা।’

কোনো দলের নাম উল্লেখ না করে বিএনপির এই নেতা বলেন, একটা রাজনৈতিক দল যাকে দেশের মানুষ কোনো দিনই সঠিক পথে পায়নি। যখন দেশের সব মানুষ পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছে, তখন তারা পাকিস্তানের বিরোধিতা করেছে। আবার ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন তারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি, পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গেই ছিল। এই যাদের কাজ, যারা বৃহত্তর জনগোষ্ঠীর পক্ষে কখনোই থাকেনি, তাদের কি আমরা সমর্থন করতে পারি?’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250