ছবি: সংগৃহীত
অভিনেত্রী শবনম ফারিয়া বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্মদিনে এক আবেগঘন পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এই পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, মাশরাফির জন্যই তার শৈশব রঙিন হয়েছে।
অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ‘জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন বা অন্যান্য ক্ষেত্রে আমাদের চিন্তা যতই ভিন্ন হোক না কেন, মাশরাফি আমার কাছে সব সময়ই মার্ভেলাস ক্যাপ্টেন হিসেবেই থাকবেন।’
তিনি বলেন, ‘খেলার নিয়ম-কানুন বোঝার অনেক আগেই বাবার সাথে ক্রিকেট দেখা শুরু করেছিলাম, কিন্তু খেলাটা বুঝতে পারার সাথে সাথেই তিনি (মাশরাফি) আমার প্রিয় হয়ে ওঠেন এবং এখন তেমনই রয়েছেন।'
মাশরাফিকে নিয়ে নিজের আবেগ প্রকাশ করে শবনম ফারিয়া বলেন, ‘১০ বছর বয়স থেকেই আপনার প্রতিটি লেখা এবং ছবি সংগ্রহ করা থেকে শুরু করে এই ৩৪ বছর বয়স পর্যন্ত এখনো তা-ই করি। এখনো একইভাবে গর্ব এবং ভালোবাসায় আপনার জন্য উল্লাস করি, কিছু জিনিস সত্যিই কখনো বদলায় না।’
মাশরাফিকে একজন ক্রিকেটারের চেয়ে বেশি উল্লেখ করে ফারিয়া বলেন, ‘একজন নির্ভীক ফাস্ট বোলার থেকে শুরু করে একজন যোদ্ধা অধিনায়ক, যিনি আমাদের হৃদয় ও সাহসের সাথে নেতৃত্ব দিয়েছেন। আপনি আমার কাছে কেবল একজন ক্রিকেটারের চেয়েও বেশি কিছু। আপনি একটা আবেগের নাম। স্থিতিস্থাপকতার প্রতীক। এটা মনে করিয়ে দেয় যে, জীবন আমাদের যতবারই ঠেলে দিক না কেন, আমরা আরো শক্তিশালী, সাহসী হয়ে উঠি।’
সব শেষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, ‘লড়াই ও অনুপ্রেরণার এই স্মৃতির জন্য ধন্যবাদ। সুস্বাস্থ্য, সুখ এবং সামনের আরো অনেক কিছু—এভাবেই এগিয়ে যান, জন্মদিনের জন্য শুভকামনা।’
প্রসঙ্গত, মাশরাফি বিন মুর্তজার জন্মদিন ছিল গতকাল ৫ই অক্টোবর। ১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্মগ্রহণ করেন তিনি। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে গতকাল ফেসবুকে দীর্ঘ পোস্টটি দেন শবনম ফারিয়া।
জে.এস/
খবরটি শেয়ার করুন