ফাইল ছবি
আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেই, তারা নির্বাচন প্রতিরোধ করতে চাইবে না। আওয়ামী লীগের প্ল্যান হলো, যে-ই আসুক, রাজনৈতিক সরকার আসুক।
তিনি বলেন, আওয়ামী লীগ এটাও মনে করে, রাজনৈতিক সরকার এলে তাদের অবস্থা আগের চেয়ে ভালো হবে। ড. মুহাম্মদ ইউনূস সরকারের বিদায় হোক, এটা দলটি চায়। সে জন্য আওয়ামী লীগ এই নির্বাচনে কোনো ঝামেলা করবে না।
বেসরকারি একটি টেলিভিশনের টকশোতে সম্প্রতি মাসুদ কামাল এসব কথা বলেন। এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, উনি বলেন—অস্ত্র উদ্ধার হয়নি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারা এগুলো এখানে ব্যবহার করবে না। সে গ্যারান্টি কিভাবে দেয়? এগুলো কোনো কথা! এই সরকারের মতো এত দায়-দায়িত্বহীন সরকার জীবনেও দেখিনি। তারা জানেও না কী বলতে হবে, কিভাবে বলতে হবে।
তিনি আরো বলেন, এই নির্বাচন শান্তিপূর্ণ হবে। কারণ নির্বাচনে অংশ নিচ্ছে, বিএনপি ও জামায়াত। দুই দলই মনে করছে, ভোট তাদের পক্ষে আসবে। তারা চেষ্টা করবে বেশির ভাগ ভোটার আনার জন্য।
তার মতে, উত্তেজনা থাকলেও মারামারির পর্যায়ে যাবে এবং ভয়ংকর অবস্থা হবে, যেখানে হাসপাতাল ঠিকঠাক রাখতে হবে— মনে হয় না এ রকম কোনো বাস্তবতা দেশে আছে। সরকারের কোনো ক্ষমতা নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
খবরটি শেয়ার করুন