শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাইসি মারা গিয়ে থাকলে বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ : মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর রিক স্কট ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সিনেটরের ওই পোস্ট দেওয়ার সময় রাইসির নিহত হওয়ার খবর জানায়নি ইরান। সে সময় পর্যন্ত বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ চলছিল। 

ওই পোস্টে রিপাবলিকান সিনেটর রিক লিখেন, ‘রাইসি যদি মারা গিয়ে থাকেন, তবে বলতে হবে, বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ এবং ভালো জায়গা হয়ে উঠেছে। ওই মন্দ লোকটি অত্যাচারী ও সন্ত্রাসী ছিলেন। তাঁকে (রাইসি) কেউ ভালোবাসত না, সম্মান করত না। কেউ তাঁর শূন্যতা অনুভব করবে না।’

আরো পড়ুন: মোহাম্মদ মোখবার কি ইরানের পরবর্তী কান্ডারি? 

রিক আরও লিখেছেন, ‘তিনি যদি মারা গিয়ে থাকেন, তবে আমি সত্যিই আশা করি যে ইরানি জনগণ খুনি স্বৈরশাসকদের কাছ থেকে নিজেদের দেশকে পুনরুদ্ধার করতে পারবে।’

বিট্রিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান চেয়ারপারসন মাইকেল ওয়াটজও মনে করেন রাইসির মৃত্যু হয়ে থাকলে ‘পরিত্রাণ’ হয়েছে। সে সময় পর্যন্ত রাইসি নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এবং আগে রাইসিকে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করতে দেখা গেছে।’

সূত্র: আল-জাজিরা, বিবিসি 

এইচআ/ আই.কে.জে/


হেলিকপ্টার দুর্ঘটনা রিক স্কট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন