শুক্রবার, ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাতে এই বিশেষ তেলে ঘুম আসবে আরামে!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

রাতে ঠিকমতো ঘুম হয় না অনেকের। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষ তেল মালিশের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাতে বিশেষ এই তেল মালিশ করলে দুচোখে প্রশান্তির ঘুম নেমে আসবে বলেও দাবি করা হয়।

যারা নিয়মিত অনিদ্রা সমস্যায় ভুগছেন তারা গভীর ঘুমের জন্য ব্যবহার করতে পারেন বিশেষ এই তেল। চিকিৎসকরা বলছেন, যে সব তেল ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সে তেল শরীরে মালিশ করলেই ঘুমের সমস্যার সমাধান পাওয়া যেতে পারে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, চিকিৎসকরা বলছেন, শরীরের জন্য ম্যাগনেশিয়াম খনিজটি বেশ গুরুত্বপূর্ণ। দেহের পেশি থেকে শুরু করে স্নায়ু, হার্ট, হাড়ের সুস্বাস্থ্য নিশ্চিতে কাজ করে এটি। শুধু তাই নয়, কর্টিসল হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ, ইনসুলিন হরমোন মাত্রায় ভারসাম্য ঠিক রাখতেও এটি দারুণ কাজ করতে পারে।

আরো পড়ুন : শুধু আমাশয় নয়, বহু রোগের সমাধানে কার্যকারী বেতফল!

এছাড়া ম্যাগনেশিয়ামযুক্ত তেল মালিশের অভ্যাসে শরীরের বিভিন্ন ফাংশন যেমন মাশল ফাংশন, নার্ভ ফাংশন, এনার্জি ফাংশন বেশি একটিভ হয়ে ওঠে। হাড় মজবুত করতেও নিয়মিত ম্যাগনেশিয়ামযুক্ত তেল ব্যবহার করতে পারেন।

নিয়মিত ম্যাগনেশিয়ামযুক্ত তেল মালিশে মানসিক চাপ কমে, শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, অনিদ্রার সমস্যা দূর হয়। অনিদ্রা সমস্যা দূর করতে ঘুমের ১০ মিনিট আগে ম্যাগনেশিয়ামযুক্ত তেল ব্যবহার করুন।

এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে, কোন তেল ম্যাগনেশিয়ামযুক্ত? আপনি জানলে অবাক হবেন, আমাদের হাতের কাছেই রয়েছে সে তেল! ম্যাগনেশিয়ামযুক্ত তেলের মধ্যে অন্যতম সরিষা তেল। তাই সুস্বাস্থ্য নিশ্চিতে সরিষা তেল ব্যবহার করতে পারেন।

এর জন্য প্রথমে পায়ে তেল মালিশ করুন। এরপর ঘাড়, পিঠ, মেরুদণ্ড, হাতে তেল মালিশ করুন। এরপর বিছানায় যাওয়ার কিছুক্ষণের মধ্যে শান্তির ঘুম নেমে আসবে আপনার চোখে। তাই গভীর ঘুমে ডুব দিতে আজ থেকেই এ অভ্যাস করতে পারেন।

এস/ আই.কে.জে/

ঘুম তেল

খবরটি শেয়ার করুন