সোমবার, ১০ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক *** মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল করল কর্তৃপক্ষ *** রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ *** আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায় *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির *** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা

আপনি কি ছোটবেলায় যেমন ছিলেন, তেমনই আছেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন ‘দ্য নিউইয়র্কার’–এ ‘বিয়িং ইউ’ শিরোনামে একটি প্রবন্ধ লিখেছিলেন যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইতিহাসবিদ জশুয়া রথম্যান। তাঁর মতে, মানুষ দুই ধরনের হতে পারে—‘কন্টিনিউয়ার’ এবং ‘ডিভাইডার’। কন্টিনিউয়ার হচ্ছেন তাঁরা, যাঁরা ছোটবেলা থেকে একই রকম আছেন বলে মনে করেন। তবে আপনিও কি ছোটবেলায় যেমন ছিলেন, তেমনই আছেন? কি মনে হয় আপনার? 

কন্টিনিউয়ার মানুষের উদাহরণ হিসেবে রথম্যান উল্লেখ করেছেন তাঁর নিজের শাশুড়ির কথা, যিনি নিজের ষষ্ঠ জন্মদিনে প্রতিশ্রুত একটি ঘোড়ার শাবক উপহার না পাওয়ার বেদনা বৃদ্ধ বয়সেও ভুলতে পারেননি। অন্যদিকে ডিভাইডার হচ্ছেন তাঁরা, যাঁরা অতীতের কথা মনে করলে নিজেকেই নিজে আর চিনতে পারেন না। আগের চিন্তাভাবনা, কাজকর্মের সঙ্গে বর্তমান চিন্তাভাবনা এবং কাজকর্মের এত বেশি অমিল তাঁরা খুঁজে পান যে অতীতের নিজেদেরকে তাঁদের মনে হয় গল্প-উপন্যাসের কোনো অচেনা চরিত্র। ছেলেবেলায় যেসব বিষয় নিয়ে তাঁরা সারা দিন ভাবতেন, ব্যস্ত থাকতেন, বড় হয়ে সেসবের কোনো কিছুই তাঁদের আর স্পর্শ করে না। 

আরো পড়ুন : বারান্দায় পাখির জন্য খাবার রাখুন

আপনার শৈশবের স্মৃতিগুলো একটু মনে করার চেষ্টা করুন। কাজটা একটু কঠিন, তাই না? রথম্যানের পরামর্শ অনুযায়ী, আমরা যদি আমাদের ভেতরের শিশুসত্তাকে আরও পরিষ্কারভাবে দেখতে পাই, তাহলে আমাদের জীবনের পরিপূর্ণ রূপ এবং চরিত্র সম্পর্কে আমাদের ধারণা আরও পোক্ত হতে পারে।

হতে পারে আপনি একজন কন্টিনিউয়ার; অর্থাৎ আপনি আপনার শৈশবের সত্তাকেই সারা জীবন লালন করবেন সযত্নে। কিংবা আপনি একজন ডিভাইডার, অর্থাৎ আপনি আপনার আগের জীবনকে বর্তমান জীবন থেকে আলাদা করে রাখবেন; বহুমুখী জীবন পছন্দ করবেন। কোনোটিই একচেটিয়াভাবে সঠিক নয়। আবার আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আলাদা করা কঠিনও বটে। সত্তরের দশকে নিউজিল্যান্ডে ফিল সিলভা নামের এক মনোবিজ্ঞানী এ রকমই একটি প্রবন্ধ লিখেছিলেন। তিনি ১ হাজার শিশুকে ৪০ বছর ধরে অনুসরণ করেছিলেন।

২০২০ সালে ৪ জন গবেষক ‘দ্য অরিজিন অব ইউ: হাউ চাইল্ডহুড শেপস লেটার লাইফ’ নামের একটি বইটি লেখেন। এই গবেষকদের মতে, আমাদের জীবন একটি ঝড়ের মতো। আমরা নিজেদের বিবর্তনের যে গল্প বলি, হয়তো অতীতের সঙ্গে তার মিল থাকে সামান্যই।

এস/  আই.কে.জে


ছোটবেলা বড়বেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250