সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ *** নেপালে নাশকতাকারীদের বিচার করা হবে: সুশীলা *** ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, তারেকের নিরাপত্তা নিয়ে আলোচনা *** টাইফয়েড টিকা দিতে দেড় মাসে প্রায় ৯০ লাখ শিশুর নিবন্ধন *** ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের বেশি থাকব না: সুশীলা কার্কি *** নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর *** জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা *** রাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারী, সমন্বয়ক ও সংখ্যালঘু *** সংস্কার হচ্ছে গণতান্ত্রিক ছাত্রসংসদে, বদলে যেতে পারে নামও *** আমেরিকার পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’

তীব্র দাবদাহে সতেজ থাকতে খান পুদিনা পানি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই গরমে সুস্থ থাকতে রিফ্রেশিং পানীয়র বিকল্প নেই। অনেকেই গরমে স্বস্তি পেতে বাজারে পাওয়া ঠান্ডা পানীয় খাচ্ছেন। এসব পানীয় মোটেও স্বাস্থ্যকর নয়। সেক্ষেত্রে বাড়িতেই বানাতে পারেন স্বাস্থ্যকর পানীয়। পুদিনার শরবত একটি সুপার-রিফ্রেশিং ভেষজ পানীয়। এটি  আপনার শরীর ঠান্ডা এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করবে। কম-ক্যালোরিযুক্ত এই পানীয়তে চিনির পরিমাণও কম থাকে। স্বাস্থ্যকর পুদিনা পানি আপনাকে সারাদিন সতেজ রাখতে সাহায্য করে। তাই তীব্র দাবদাহে সতেজ থাকতে খান পুদিনা পানি।

হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক ওষুধের একটি অংশ এই পুদিনা। গরমে নিয়মিত পুদিনার পানি পানে যেসব উপকারিতা পাওয়া যায়-

হজমশক্তি উন্নত করে 

আপনি যদি হজমের সমস্যায় ভোগেন তাহলে আপনার ডায়েটে পুদিনা পানি যোগ করুন। এটি হজমের উন্নতি করতে সাহায্য করতে পারে। গ্যাস এবং পেট ফোলা রোগের মতো উপসর্গগুলি থেকে মুক্তি দিতে পারে। এক গবেষণায় দেখা গেছে, পুদিনা পাতা হজমের পেশিগুলিকে সংকোচন থেকে শিথিল করে এবং অন্ত্রে যে কোনও খিঁচুনি থেকে মুক্তি দেয়। 

হাইড্রেটেড রাখে 

শুধু স্বাদই নয়, শরীর হাইড্রেট রাখতে পুদিনা পানির তুলনা নেই।

আরো পড়ুন : ত্বকের যত্নে শসার যাদুকরি গুণ

চাপ থেকে মুক্তি দেয়

মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে পুদিনার পানি। চাপ কমাতে এবং আপনাকে শান্ত করতে পুদিনা সবসময় একটি আয়ুর্বেদিক প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়। 

হরমোনের ভারসাম্যহীনতা বজায় রাখে

পুদিনার পানি পান আপনার হরমোনের ভারসাম্য টেসটোসটেরনের মাত্রা কমিয়ে শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় 

পুদিনা হল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, পুষ্টির একটি পাওয়ার হাউস। এসব উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 

ত্বকের স্বাস্থ্য উন্নত করে 

পুদিনা পাতায় প্রচুর পরিমাণে স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ রয়েছে। এসব উপাদান ত্বকের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয়। পুদিনার পানিতে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। এসব উপাদান প্রদাহ কমায় এবং ব্রণ দূর করে।

ওজন কমাতে সাহায্য করে 

ওজন কমাতে খাদ্যতালিকায় পুদিনা পানি যোগ করতে পারেন। এতে ক্যালরির পরিমাণ খুবই কম। এ কারণে গরমে চিনিযুক্ত পানীয়র পরিবর্তে খাদ্যতালিকায় এই সতেজ পানীয়টি রাখতে পারেন। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত পানি খেলেও ওজন কমানো যায়। 

কীভাবে তৈরি করবেন পুদিনা পানি

একটি পাত্রে মধ্যে পানি ঢেলে তার মধ্যে পুদিনা পাতা, শসা ও কাটা লেবু মিশিয়ে ভালো করে নাড়ুন। ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যাওয়ার জন্য মিশ্রণটি ফ্রিজে রাখুন। আপনি এটি দীর্ঘ সময়ের জন্য রাখতে পারেন। তবে মাঝে মাঝে এটি নাড়তে হবে। এবার এটি ঠান্ডা ঠান্ডা পান করুন। সারাদিন সতেজ বোধ করবেন। 

এস/ আই.কে.জে/ 

উপকারিতা পুদিনা পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন