রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখার ‘ফর্মুলা’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রত্যেকেই নিজের মতো করে জীবনযাপন করেন। নিজের গণ্ডির ভেতর থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বেশিরভাগ মানুষ। সেই অভ্যাসে সামান্য হলেও পরিবর্তন আসে জীবনে প্রেম এলে। ছোটখাটো নানা জিনিসের সঙ্গে খাপ খাওয়ানোর সঙ্গে সঙ্গেই নতুন সম্পর্ক শুরু করে মানুষ। সম্পর্ক ঠিকঠাক রাখা একটা চলমান প্রক্রিয়া। একজনের মধ্যে সম্পর্কের প্রতি আগ্রহ কমে গেলে তা বিচ্ছেদের দিকে ধাবিত হয়। অন্যজন অনেক ক্ষেত্রে নিরুপায় হয়ে পড়েন। এই প্রবণতাও দিন দিন বাড়ছে। এখন নিত্যনতুন প্রেমের জোয়ারে ভাসে মন। সামান্য কথা কাটাকাটি, মনোমালিন্যতেই ইতি পড়ে সম্পর্কে। প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বেশ কিছু পুরোনো ‘ফর্মুলা’ রয়েছে। একই সঙ্গে এমন কিছু অভ্যাস আছে, যা মেনে চললে সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে। চলুন জেনে নিই সেই ফর্মুলা-

আরো পড়ুন : এই ৫ বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে আত্মবিশ্বাসী করবে

১. সম্পর্ককে সময় দেওয়া জরুরি। সে নতুন হোক বা পুরনো। সঙ্গীর সঙ্গে সময় কাটানোই সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে ভালো টোটকা। সেই সময় নিজের সমস্যা, পেশাগত জটিলতার কথা নয়, শুধুই ভালোবাসার কথা বলুন।

২. অনেকের মাঝে থেকেও সঙ্গীকে আলাদা করেই গুরুত্ব দিন। বোঝান, আপনি পাশেই আছেন। যদি দূরে যেতে হয়, তা হলেও প্রতিদিন বোঝাতে হবে আপনি তার কথা ভাবেন, তার প্রতিটি সমস্যায় পাশেই থাকবেন।

৩. সম্পর্কে কোনও জড়তা রাখবেন না। সম্পর্ক সহজ করে তুলতে কোনও কিছু চেপে না রেখে মন খুলে বলে দিন। এমনকি, সঙ্গীর কোনও আচরণও খারাপ লাগলে, তা সোজাসুজিই বলুন।

৪. ভালোবাসার মানুষটিকে বার বার বলুন ভালোবাসার কথা। ভালো সম্পর্কের জন্য শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, প্রয়োজন তার প্রকাশেরও।

এস/ আই.কে.জে/


প্রেমের সম্পর্ক ফর্মুলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন