রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

ইন্ডিয়ান আইডল বিজয়ী পেলেন ২৫ লাখ রুপি ও গাড়ি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১৪তম আসরে বিজয়ী হয়েছেন বৈভব গুপ্তা। এ প্রতিযোগিতায় ফার্স্ট রানার-আপ নির্বাচিত হয়েছেন শুভদীপ দাস চৌধুরী। রোববার (৩রা মার্চ) রাতে গ্র্যান্ড ফিনালে পর্বে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই বিজয়ের মাধ্যমে কেবল ইন্ডিয়ান আইডল খেতাবই নয়, সঙ্গে আরও অনেক কিছুই পেয়েছেন বৈভব।

তথ্য অনুসারে, কানপুরের গায়ক বৈভব গুপ্তা ট্রফির পাশাপাশি প্রাইজ মানি বাবদ পেয়েছেন ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকার বেশি)। প্রথম ও দ্বিতীয় রানার-আপ বিজয়ী শুভদীপ দাস চৌধুরী ও পিয়ুষ পানওয়ার ট্রফির পাশাপাশি ৫ লাখ রুপির চেক পেয়েছেন। এ প্রতিযোগিতায় অনন্যা পাল তৃতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন। তাকে ৩ লাখ রুপির চেক প্রদান করা হয়েছে।

আরো পড়ুন: নতুন চমক নিয়ে আসছেন মিথিলা

চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বৈভব বলেন, ‘আমি অনেক বেশি আনন্দিত ও কৃতজ্ঞ। মনে হয়েছিল, এটা অনেক দূরের স্বপ্ন; তাই চাপা মনেই চ্যাম্পিয়ন হওয়ার আশা পুষে রেখেছিলাম। যে মুহূর্তে আমার নামটি ঘোষণা করা হলো, সেটা জাদুকরি ছিল! আমার পরিবারও অনেক খুশি। এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমি জিতেছি।’

মেধাবী এই তরুণ জানান, তার সংগীত চর্চার পেছনে সবচেয়ে বড় সহযোগিতা করেছেন পরিবারের সদস্যরা। তাই তাদেরকেই পুরস্কারটি উৎসর্গ করেছেন।

আসরটিতে বিচারকের ভূমিকায় ছিলেন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি ও কুমার শানু। পুরো আয়োজনটি সঞ্চালনা করেছেন হুসাইন কুয়াজারওয়ালা। গ্র্যান্ড ফিনালে পর্বে বিশেষ অতিথি ছিলেন সনু নিগম। 

এসি/ আই. কে. জে/ 

ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন