বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইফতারে রাখতে পারেন ঠান্ডা ‘ফ্রুট ইয়োগার্ট’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্বাস্থ্যকর ইফতারে অনেকেই ফলটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। তাই ইফতারে রাখেন বাহারি স্বাদের ফল। ফল দিয়েও কিন্তু দারুণ পদ তৈরি করা হয়, তার মধ্যে সহজ ও সবচেয়ে স্বাস্থ্যকর হলো ফ্রুট ইয়োগার্ট।

ঘরে থাকা কয়েকটি মিষ্টিজাতীয় ফল দিয়েই তৈরি করা যায় ফ্রুট ইয়োগার্ট। এটি খেতেও যেমন সুস্বাদু আবার স্বাস্থ্যকরও বটে। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই ইফতারের ঠিক কয়েক ঘণ্টা আগে এটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন।

এরপর ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এটি মুখে দেওয়ার পরপরই স্বস্তি মিলবে, একই সঙ্গে শক্তিও। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরো পড়ুন : ইফতারে জনপ্রিয় আইটেম মসুর ডালের মচমচে বড়া

উপকরণ

১. টকদই ২৫০ গ্রাম/১ কাপ (পানি ঝরানো)

২. ক্রিম ১ টিন (ডানো বা নেসলে)

৩. কন্ডেন্সড মিল্ক/মধু স্বাদ অনুযায়ী

৪. কমলার রস ১/৪ কাপ

৫. আপেল, তরমুজ, নাসপাতি, আঙুর, স্ট্রবেরি, সফেদা বা যে কোনো মিষ্টি ফলের কিউব ৩ কাপ ও

৬. নারকেল কুঁচি ইচ্ছানুযায়ী।

পদ্ধতি

একটি বাটিতে ক্রিম, পানি ঝরানো টকদই ও কন্ডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে নিন। কনডেন্স মিল্ক না দিতে চাইলে চাইলে শুধু মধু ব্যবহার করতে পারেন।

ফলগুলো ছোট করে কেটে কমলার রস মিশিয়ে মেখে নিন। এবার ক্রিমের মিশ্রণের সঙ্গে ফলের কিউব দিয়ে মিশিয়ে নিন। এখন নারকেল দিয়ে মিশিয়ে ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে পরিবেশন করুন।

এস/


রেসিপি ‘ফ্রুট ইয়োগার্ট’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন