সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইলন মাস্ক কি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন? যা জানালেন ট্রাম্প *** বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা *** পরিবেশবান্ধব কারখানার সনদ পেলো আরও ২ প্রতিষ্ঠান *** সাড়ে তিন ঘণ্টায় ঢাকা: স্বপ্ন পূরণ হতে চলেছে খুলনাবাসীর *** সালমান-আনিসুলসহ ৮ জন নতুন মামলায় গ্রেফতার *** শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা *** বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন *** নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে পরামর্শ *** নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দিলো কুয়েত *** উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

ফুলদানির ফুল বেশি সময় তাজা রাখতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে নানা রঙের ফুল পাওয়া যায়। এসব ফুল দিয়ে ঘর সাজালে দেখতে বেশ ভালো লাগে। সারা বাড়িতে অদ্ভুত এক স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে।  এই ফুল বেশি সময় ধরে তাজা রাখতে পারেন কয়েকটি উপায়ে। যেমন-

১. ফুলদানিতে ফুল রাখতে গেলে কাণ্ড সঠিকভাবে কাটতে হয়। খুব বেশি ছোট করে কাটা যাবে না। কাণ্ডের নিচের অংশটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে যাতে একটু ছুঁচালোভাব তৈরি হয়। এতে ফুল বেশি সময় ধরে তাজা থাকে।

২. ফুলদানিতে ফুলের কাণ্ড কতটা পানিতে ডুবে রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন কাণ্ডের যে অংশ পারির ভিতরে রয়েছে তাতে যেন কোনও পাতা না থাকে। আবার যে অংশ পানির উপরে রয়েছে তার কোনও পাতা যেন পানিতে ছুঁয়ে না থাকে। কারণ পাতায়ই আগে পচন ধরে।

আরো পড়ুন : পানি কিংবা রোদ ছাড়াই কম্বল পরিষ্কার হবে এই ৩ উপায়ে

৩. দুদিন পর পর ফুলদানির পানি পালটে ফেলুন। চাইলে সকালবেলা উপর থেকে ফুলে হালকা পানি স্প্রে করে দিতে পারেন। এতে ফুল বেশি সময় ধরে ভালো থাকবে।

৪. অ্যাপেল সাইডার ভিনেগার, চিনি আর ব্লিচ ব্যবহার করে ফুল তাজা রাখতে পারেন। এজন্য দুই চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিন। তাতে দুচামচ চিনি আর অর্ধেক চা চামচ ব্লিচ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার তা ফুলদানিতে ঢেলে দিন। এতে ফুল বেশিদিন ধরে তাজা থাকবে।

৭. ফুলদানি ধোয়ার সময় সতর্ক থাকুন। কোনওভাবে সাবান বা ওয়াশিং পাউডার ফুলে লাগলে ফুল তাড়াতাড়ি পচে যায়।

এস/এসি

ফুল ফুলদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন