ছবি : সংগৃহীত
শীতকালে নানা রঙের ফুল পাওয়া যায়। এসব ফুল দিয়ে ঘর সাজালে দেখতে বেশ ভালো লাগে। সারা বাড়িতে অদ্ভুত এক স্নিগ্ধতা ছড়িয়ে পড়ে। এই ফুল বেশি সময় ধরে তাজা রাখতে পারেন কয়েকটি উপায়ে। যেমন-
১. ফুলদানিতে ফুল রাখতে গেলে কাণ্ড সঠিকভাবে কাটতে হয়। খুব বেশি ছোট করে কাটা যাবে না। কাণ্ডের নিচের অংশটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে যাতে একটু ছুঁচালোভাব তৈরি হয়। এতে ফুল বেশি সময় ধরে তাজা থাকে।
২. ফুলদানিতে ফুলের কাণ্ড কতটা পানিতে ডুবে রয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল রাখবেন কাণ্ডের যে অংশ পারির ভিতরে রয়েছে তাতে যেন কোনও পাতা না থাকে। আবার যে অংশ পানির উপরে রয়েছে তার কোনও পাতা যেন পানিতে ছুঁয়ে না থাকে। কারণ পাতায়ই আগে পচন ধরে।
আরো পড়ুন : পানি কিংবা রোদ ছাড়াই কম্বল পরিষ্কার হবে এই ৩ উপায়ে
৩. দুদিন পর পর ফুলদানির পানি পালটে ফেলুন। চাইলে সকালবেলা উপর থেকে ফুলে হালকা পানি স্প্রে করে দিতে পারেন। এতে ফুল বেশি সময় ধরে ভালো থাকবে।
৪. অ্যাপেল সাইডার ভিনেগার, চিনি আর ব্লিচ ব্যবহার করে ফুল তাজা রাখতে পারেন। এজন্য দুই চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিন। তাতে দুচামচ চিনি আর অর্ধেক চা চামচ ব্লিচ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার তা ফুলদানিতে ঢেলে দিন। এতে ফুল বেশিদিন ধরে তাজা থাকবে।
৭. ফুলদানি ধোয়ার সময় সতর্ক থাকুন। কোনওভাবে সাবান বা ওয়াশিং পাউডার ফুলে লাগলে ফুল তাড়াতাড়ি পচে যায়।
এস/এসি