শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদে স্বাক্ষর না করার যে ব্যাখ্যা দিল এনসিপি *** হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** স্বাধীনতার ঘোষণাপত্র থাকছে জুলাই সনদে, স্পষ্ট হলো নোট অব ডিসেন্ট *** আন্দোলনের অগ্রদূতদের অংশগ্রহণ ছাড়া জুলাই সনদ অর্থহীন: মঈন খান *** জুলাই সনদ স্বাক্ষর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল *** জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে: তাহের *** জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ প্রসঙ্গে যা বললেন সারজিস *** নিহত ফিলিস্তিনিদের দেহ থেকে অঙ্গ চুরি ইসরায়েলি সেনাবাহিনীর *** খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: এ জেড এম জাহিদ *** নির্বাচন কীভাবে হবে, তা রাজনৈতিক নেতারা ঠিক করবেন: প্রধান উপদেষ্টা

আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে তামাক বিরোধী ক্যাম্পেইন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অপসংস্কৃতির আগ্রাসন ঠেকাতে এবং স্বাস্থ্যবান জাতি গঠনে চলচ্চিত্র, নাটক এবং ওয়েবসিরিজে পছন্দের শিল্পীকে দিয়ে ধূমপান ও মাদক সেবনের প্ররোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।

সোমবার (২৬শে নভেম্বর) মানস-মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর উদ্যোগে উত্তরায় অনুষ্ঠিত তামাক ও মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানান শিক্ষার্থী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কর্মসূচির উদ্বোধন করেন ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুর রব মিয়া এবং অতিথি ছিলেন মানস সভাপতি অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী। কর্মসূচিতে আইইউবিএটি’র শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও তামাক নিয়ন্ত্রণ কর্মীরা অংশগ্রহণ করেন।

অধ্যাপক ড. আব্দুর রব মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এর পরেই কর্মজীবন এবং পরিবারসহ রাষ্ট্রের নানাবিধ দায়িত্ব গ্রহণ করার সময়। এই সময়ে তামাক বা মাদকের হাতছানি এড়িয়ে চলতে হবে। তরুণদের পছন্দের বিনোদন মাধ্যম চলচ্চিত্রে ধূমপান, মাদক সেবনের দৃশ্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। তরুণরা বিপথগামী হলে বাংলাদেশ উন্নয়নের গতিপথ থেকে ছিটকে যেতে পারে। কারণ, সুস্থ-সবল জনগোষ্ঠি উন্নয়নের চাবি কাঠি।


অধ্যাপক ডা. অরূপরতন চৌধুরী বলেন, দেশে কিশোর গ্যাং নামক অপসংস্কৃতিসহ সামাজিক অপরাধ বাড়ছে। কিশোর-তরুণদের মধ্যে ধূমপান ও মাদকাসক্তি উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে, যা উদ্বেগজনক! এ অবস্থায় বিনোদন মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণ করে ধূমপানের দৃশ্য ফলাও করে প্রচার করা হচ্ছে। ছোটরা অনুকরণ প্রিয়। সেলিব্রেটিদের হাতে সিগারেট, এলকোহল তরুণদের মধ্যে বিপথগামী পরিস্থিতি ভয়াবহ বিপর্যয়ের রুপ ধারণ করতে পারে কারণ, এসব দৃশ্য কিশোর-তরুণদেরকে নেশায় প্ররোচনা দিচ্ছে। তাই এখনই সচেতনতা বৃদ্ধির সময়। আগামীতে চিকিৎসা খাতের চাপ ও স্বাস্থ্য ব্যয় কমানোর লক্ষে আজকের কিশোর-তরুণদের ধূমপানসহ সকল ক্ষতিকর নেশা থেকে বিরত রাখতে সচেতনতা কর্মসূচির বিকল্প নেই।

আরও পড়ুন: বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভারত যাচ্ছে রুয়েটের ‘টিম অগ্রদূত’

অবস্থান ও লিফলেট বিতরণের পর একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। ফেস্টুনে তরুণরা কর্মসূচিতে ‘নাটক, সিনেমা, ওয়েবসিরিজে ধূমপানের দৃশ্য বন্ধ করুন: কিশোর-তরুণরা বিপথগামী হলে পথ হারাবে দেশ!’ ‘ওটিটি প্ল্যাটফর্মের খসড়া নীতিতে ধূমপানের দৃশ্য বন্ধের উদ্যোগ নিন, কিশোর-তরুণদের বাঁচান।’ ‘ধূমপান ও মাদক সেবন বিনোদন নয়, মৃত্যু ও ভোগান্তির কারণ’ শীর্ষক দাবীসমূহ তুলে ধরেন। তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘণের প্রতিবাদ জানিয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। মানস এর প্রকল্প সমন্বয়কারী উম্মে জান্নাত কর্মসূচি পরিচালনা করেন। নার্সিং বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এতে বক্তব্য রাখেন এবং ধূমপান বিরোধী গান পরিবেশন করেন।

এ সময় চলচ্চিত্রে ধূমপান ও মাদকের পরিবর্তে সমাজ সচেতনতা ও দেশপ্রেমসহ ইতিবাচক বিষয় ফুটিয়ে তুলতে পরিচালক, প্রযোজক ও শিল্পী-কলাকূশলীদের প্রতি আহ্বান জানানো হয়।

এসি/কেবি

তামাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250