রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১০ শতাংশ বেসলাইন শুল্ক থেকে অব্যাহতি পাবে অধিকাংশ দেশ, ট্রাম্পের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকান বাণিজ্য অংশীদারদের মধ্যে ৬০টি দেশের সব পণ্যে ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বিভিন্ন হারে পাল্টা শুল্কও দিয়েছেন তিনি। এ পাল্টা শুল্ক অবশ্য ৯০ দিনের জন্য স্থগিতও করেছেন। তবে ১০ শতাংশ বেসলাইন শুল্ক সব দেশের সব পণ্যে এখনো প্রযোজ্য। খবর ব্লুমবার্গের।

এ বেসলাইন শুল্কের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমের আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার অধিকাংশ বাণিজ্য অংশীদারদের ক্ষেত্রে এ বেসলাইন শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে চাওয়া দেশগুলোর জন্য এ ১০ শতাংশ শুল্কই ‘প্রায় সর্বনিম্ন’ সীমা হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১১ই এপ্রিল) সন্ধ্যায় ফ্লোরিডার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগের মুহূর্তে প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব কথা বলেন ট্রাম্প।

পাল্টা শুল্ক নিয়ে বিভিন্ন দেশের আলোচনার প্রস্তাব এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে আগ্রহের প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কিছু সুস্পষ্ট কারণে কয়েকটি ব্যতিক্রম থাকতে পারে। তবে আমি বলব, ১০ শতাংশ হলো সর্বনিম্ন সীমা।’ অবশ্য ‘সুস্পষ্ট কারণগুলো’ কী, তা তিনি জানাননি। আবার তার এ শুল্ক এজেন্ডায় কোনো নতুন পরিবর্তনের ইঙ্গিতও দেননি।

এইচ.এস/


ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন