শনিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কুলবরই নাকি সাধারণ বরই, স্বাস্থ্যের জন্য কোনটা ভালো?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৪ অপরাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকেই কুলবরই খেতে পছন্দ করেন আবার কারও সাধারণ বরই পছন্দ। কেউ আবার খান বাউকুল বা আপেল কুল। কিন্তু স্বাস্থ্যের জন্য কোনটা ভালো? এত রকম বরইয়ের পুষ্টির তফাতই–বা কী? সব বরই কি সবাই খেতে পারেন? কিংবা বরইয়ের কি কোনো স্বাস্থ্যঝুঁকি আছে? চলুন জানা যাক-

যেকোনো ধরনের বরইয়ে আছে ভিটামিন সি। শীতের সময়টায় রোগ প্রতিরোধক্ষমতা ঠিক রাখতে তাই বরই খেতেই পারেন। পটাশিয়াম আর কিছুটা ক্যালসিয়ামও পাবেন। সামান্য জিঙ্ক ও কপারও রয়েছে। খোসাসহ খাওয়া হয় বলে বরই থেকে আঁশও পাবেন, যা কোষ্টকাঠিন্য এড়াতে সাহায্য করে। আর জলীয় অংশ বা পানি তো থাকেই। বিভিন্ন জাতের বরই থেকেই আপনি এসব পুষ্টি উপাদান পাবেন। তবে বরইয়ের আকার বা জাত অনুযায়ী পুষ্টি উপাদানের পরিমাণ কমবেশি হয়। আর লাল বরইয়ে এসবের পাশাপাশি পাবেন আয়রন ও বিটা ক্যারোটিন।

ক্যালরির হিসাব-নিকাশ

ধরা যাক, আপনি দু-তিনটি বরই খেলেন। এই বরই থেকে আপনি ঠিক কতটা ক্যালরি পাবেন, তা নির্ভর করছে বরইয়ের আকার ও স্বাদের ওপর। স্বাভাবিকভাবেই যে বরইয়ের আকার বড় কিংবা যেটির স্বাদ মিষ্টি, সেটিতে ক্যালরির পরিমাণ কিছুটা বেশি হবে। তা সেটি যে জাতের বরই হোক না কেন। ১০০ গ্রাম বরই থেকে আপনি ৬০–৭০ কিলোক্যালরি পেতে পারেন।

আরো পড়ুন : খুশকি তাড়াতে বানিয়ে নিন নিমের শ্যাম্পু!

ভালো–মন্দের তুলনায়

লাল বরইয়ে থাকা আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে দারুণ ভূমিকা রাখতে পারে। এটি এমন এক খাবার, যাতে আপনি একই সঙ্গে পাচ্ছেন আয়রন ও ভিটামিন সি। আয়রন শোষণের জন্য ভিটামিন সি আবশ্যক। অর্থাৎ লাল বরই খেলে এর আয়রন আপনার দেহের কাজে লাগবে খুব ভালোভাবেই।

লাল বরইয়ে আরও পাবেন বিটা ক্যারোটিন। এই বিটা ক্যারোটিন ও ভিটামিন সি দুটিই অ্যান্টি–অক্সিডেন্ট, যা আমাদের দেহের কোষকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

সাধারণ বরইয়ের চেয়ে কুলবরই ও বাউকুল বা আপেল কুল আকারে একটু বড় বলে এসব থেকে বিভিন্ন পুষ্টি উপাদান মিলবে তুলনামূলক বেশি। তবে সাধারণ বরই পরিমাণে বেশি খেলেও কিন্তু পুষ্টি উপাদানের পরিমাণ বাড়বে।

সাধারণ বরই পেকে গেলেও সুস্বাদু। কুল বরই বা বাউকুল পেকে গেলে অবশ্য সুস্বাদ থাকে না।

সাধারণ বরই শুকিয়ে সংরক্ষণ করা যায়। শুকনা বরই রান্নায়ও ব্যবহার করা যায়। রান্নার সময় ভিটামিন সি নষ্ট হলেও আপনি তা থেকে কিছু পুষ্টি উপাদান পাবেন। আর রান্নার স্বাদে আসবে ভিন্নতা।

তবে টক স্বাদের সাধারণ বরই খেলে কারও কারও অ্যাসিডিটি হতে পারে।

তাই নির্দিষ্টভাবে এক জাতের বরইকে অন্য জাতের বরইয়ের চেয়ে ভালো হিসেবে স্বীকৃতি দেওয়ার সুযোগ নেই।

এস/ আই.কে.জে


বরই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন