সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বালিশের নিচে রসুন রেখে ঘুমালে যা হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের পরিচিত একটি মসলা রসুন। এটি রান্নার স্বাদ যেমন বাড়ায়, তেমনি উপকার করে স্বাস্থ্যেরও। নিয়মিত রসুন খেলে নানা ধরনের উপকার মেলে। কিন্তু অনেকে আবার বালিশের নিচে রসুন রেখে ঘুমান। এতে কি কোনো লাভ হয়? চলুন জেনে নেওয়া যাক- 

শরীরের নানা উপকারে কার্যকরী ভূমিকা রাখে রসুন। হার্টের সমস্যা, যকৃতের সমস্যা, ঠাণ্ডা লাগা, ধমনী ভিতরের পথ পরিষ্কার রাখা ইত্যাদি কাজে লাগতে পারে রসুন। এটি রক্ত বিশুদ্ধ রাখতে সাহায্য করে। 

আরো পড়ুন : খাবার চিবিয়ে না খেলে শরীরে যা হতে পারে

সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে তা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এরপর পাশাশি নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ। লিভার, পিত্তথলি ও পাকস্থলিকে সুস্থ রাখতে সাহায্য করে রসুন। এটি হজমশক্তি বাড়াতে কার্যকরী ভূমিকা রাখে। ক্যানসার প্রতিরোধে রসুনের জুড়ি মেলা ভার। এই মসলাটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারি। 

কেবল যে রসুন খেলে উপকার মেলে তা নয়। এর স্পর্শে থাকলেও নানা উপকার মেলে। বালিশের নীচে এক কোয়া কাঁচা রসুন রেখে রাতে ঘুমালে অনেক উপকারিতা মেলে। 

অনেকের মতে, বালিশের নিচে রসুন রেখে ঘুমালে ঘুম গভীর হয়। উদ্বেগ কমায় এটি। হতাশা কমাতেও এই ট্রিকটি দারুণ কাজ করে। বালিশের নিচে রসুন রেখে ঘুমালে নেতিবাচক মানসিকতা দূর হয়। মন ফুরফুরে করতে কাজ করে এটি। 

তবে এগুলো প্রথাগত চিকিৎসাবিজ্ঞান দ্বারা প্রমাণিত নয়। মানসিক সমস্যা অতিরিক্ত মাত্রায় হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সেক্ষেত্রে এমন টোটকার সাহায্য না নেওয়াই ভালো। 

এস/এসি


রসুন বালিশ চিকিৎসাবিজ্ঞান

খবরটি শেয়ার করুন