শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কর্মসংস্থান উপযোগী শিক্ষা নিয়ে কাজ করবে বিশ্বব্যাংক-বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুতে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক ভবিষ্যতে একসাথে কাজ করবে। 

বুধবার (৬ই মার্চ) সচিবালয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী- এর সাথে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর মি. অ্যাবদুলেই সিক এর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। 

প্রকল্প তিনটি হলো, হায়ার এডুকেশন এ্যাক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট), লানিং এ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) এবং এ্যাক্সিলারেশন এন্ড স্ট্রেন্দেনিং স্কিলস ফর ইকোনোমিক ট্রান্সফরমেশন (এসেট) প্রকল্প। 

আরও পড়ুন: নারীর প্রতি সংবেদনশীলতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

বৈঠকে এই প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই সকল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করা হবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসের অপারেশনস ম্যানেজার মিস গেইলি মার্টিন, লিড ইকোনোমিস্ট এন্ড প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, সিনিয়র এক্সটার্নাল আ্যাফেয়ার্স অফিসার মি. মেহরিন এ মাহবুব, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট  টি. এম. আসাদুজ্জামান প্রমুখ।

এসকে/ এএম/ 

কর্মসংস্থান বিশ্বব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন