বুধবার, ৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকায় বিরল খনিজ পাঠাল পাকিস্তান *** বাংলাদেশে বাড়ছে পাকিস্তানি শিল্পীদের ব্যস্ততা *** একদিকে সংঘাত বন্ধের জন্য আলোচনা, অন্যদিকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল *** জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ *** মাদ্রাসা ক্রিকেট চালু করবে বিসিবি *** প্রথমবার ইউনেসকো সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হলো বাংলাদেশ *** আওয়ামী লীগ ফিরে আসা মানেই অভ্যুত্থান মিথ্যা: সারজিস আলম *** রপ্তানি, রেমিট্যান্স ও রিজার্ভে ভর করে ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি: বিশ্বব্যাংক *** তারেক রহমানের সাক্ষাৎকারে কী কী প্রাপ্তি দেখছেন বিশ্লেষকেরা *** মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই: সারজিস

রাতে সাপ হয়ে দংশনের চেষ্টা করেন স্ত্রী, জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্বামীর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলার এক ব্যক্তি দাবি করেছেন, রাতে তার স্ত্রী সাপ হয়ে তাকে দংশনের চেষ্টা করেছেন। লোকটির এই কথা শুনে রীতিমতো তাজ্জব বনে গেছেন জেলার কর্মকর্তারা। খবর এনডিটিভির।

জেলার মানুষদের নানা সমস্যা ও অভিযোগ শুনে সেগুলো সমাধান করতে জেলা প্রশাসন নিয়মিত একটি সভার আয়োজন করে। এটি সমাধান দিবস নামে পরিচিত। এতে স্থানীয় মানুষ বিদ্যুৎ, সড়ক ও রেশন কার্ডসহ বিভিন্ন সমস্যার কথা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তুলে ধরেন।

সর্বশেষ সমাধান দিবসের সভায় জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ বলেন, ‘জনাব, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপের আকৃতি ধারণ করে আমাকে দংশনের জন্য ধাওয়া করে।’

মেরাজ অভিযোগ করেন, তার স্ত্রী তাকে বহুবার হত্যার চেষ্টা করেছেন; কিন্তু প্রতিবারই তিনি সময়মতো জেগে ওঠায় আক্রমণ প্রতিহত করতে পেরেছেন। তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী আমাকে মানসিকভাবে নির্যাতন করে। সে যেকোনো রাতে ঘুমের মধ্যে আমাকে হত্যা করতে পারে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেরাজের এ গল্প বেশ দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে একজন মন্তব্য করেন, ‘কে জানে, আর কাকে তিনি দংশন করেছেন।’ অন্য একজন মজার ছলে লেখেন, ‘আপনি কি তার নাগমণি কোথাও লুকিয়ে রেখেছেন?’ আরেকজন মন্তব্য করেন, ‘আপনার কোবরা সাপে পরিণত হওয়া উচিত।’

আবার কেউ লিখেছেন, ‘পুরুষটি খুবই ভাগ্যবান। তিনি তার বৈবাহিক জীবনে একজন শ্রীদেবী পেয়েছেন। এখানে ভারতের প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। ১৯৮৬ সালে ‘নাগিনা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে শ্রীদেবীর চরিত্রটি মানুষ থেকে সাপে পরিণত হতে পারত।

মেরাজের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা এই ঘটনাকে সম্ভাব্য মানসিক নির্যাতনের মামলা হিসেবে বিবেচনা করছে। মেরাজের দাবি, তার স্ত্রী একবার তাকে দংশন করেছেন এবং রাতে প্রায়ই তাকে সাপের আকার ধারণ করে ধাওয়া করেন। মেরাজ জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

সাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250