রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজনাথ সিংয়ের মন্তব্য ‘কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ *** আধুনিক ডিজাইনের পুলিশ বক্স চালু হচ্ছে ঢাকায় *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ তদন্তে স্বতন্ত্র বিশেষজ্ঞ যুক্ত করার দাবি টিআইবির *** জীবনের ‘শেষ নির্বাচন’ উল্লেখ করে যে বার্তা মির্জা ফখরুলের *** চলতি সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন *** পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ, ঢাকা থেকেই নির্বাচনের ঘোষণা *** পুলিশের উদ্যোগে ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের ‘শান্তিচুক্তি’ *** নতুন বেতনকাঠামোর সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: অর্থ উপদেষ্টা *** ‘পুতুলনাচের ইতিকথা’ *** ঢাকা-১৭ আসনে লড়বেন প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের ছেলে

কিভাবে বুঝবেন, আপনি সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত নন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্কে জড়াতে চাওয়া সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয়। কিন্তু এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে নতুন সম্পর্কের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে হবে। যদি এমন হয় যে অবিবাহিত কিংবা সিঙ্গেল থাকার জন্য আপনার বন্ধুরা বিরক্ত করার কারণেই সম্পর্কে জড়াতে চান, তবে এখানেই থামতে হবে। 

কারও চাপে পড়ে কিংবা কেবল আবেগের বশে কখনো সিদ্ধান্ত নেবেন না। একটি সম্পর্ক পুরো জীবনের ওপর প্রভাব ফেলে। তাই ভালো করে বুঝেশুনে তবেই সম্পর্কে জড়ান। নিজের দিকে আগে খেয়াল করুন যে আপনি কতটা প্রস্তুত। কিছু লক্ষণ আছে যেগুলো দেখলে বুঝতে পারবেন যে, আপনি এখনও সম্পর্কে জড়ানোর জন্য প্রস্তুত নন-

১. আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট নন

নিজের পরিচয় এবং কাজ নিয়ে সন্তুষ্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকেন এবং নিজেকে খুশি রাখার জন্য সম্পর্কের ওপর খুব বেশি নির্ভর করতে শুরু কপারেন। তখন যদি সঙ্গীর কাছ থেকে আপনার প্রত্যাশা পূরণ না হয় তবে এটি কেবল তিক্ততা এবং দুঃখের কারণ হবে। সুতরাং, আপনি প্রেমের নদীতে ঝাঁপ দেওয়ার আগে নিজেকে ভালোবাসার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন।

২. একা না থাকার জন্য চাপ অনুভব করা

যদি একা থাকতে অস্বস্তি বোধ করেন তবে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনি নিজেকে খুশি রাখার জন্য বাহ্যিক পরিস্থিতি বা কারণের ওপর খুব বেশি নির্ভর করছেন। এবং যদি এই কারণেই সম্পর্কে জড়াতে চান তবে এটি খুব বুদ্ধিমানের কাজ হবে না। আপনার সঙ্গীর কাছ থেকে সমর্থন আশা করা স্বাভাবিক, কিন্তু কেবল নিঃসঙ্গতা এড়াতে একজন সঙ্গী বেছে নেওয়া সঠিক নয়। এর সঙ্গে আরও অনেক বিষয় জড়িয়ে আছে। আপনি যে সুখ এবং সমর্থন চান তা প্রথমে আপনার কাছ থেকে আসা উচিত। তাই, সম্পর্ক করার আগে আপনার জীবনে এই মুহূর্তে যে নির্জনতা আছে তাতে খুশি হতে শিখুন। নিজের আনন্দ খুঁজুন, নিজের সঙ্গে ভালো থাকতে শিখুন। এরপরই আপনি একটি সম্পর্কের জন্য প্রস্তুত হতে পারবেন।

আরো পড়ুন : মুখের অতিরিক্ত মেদ নিয়ে চিন্তিত? যেভাবে কমাবেন

৩. যদি ব্যক্তিত্ব বিসর্জন দিতে হয়

যাকে আপনি পছন্দ করছেন বা সঙ্গী হিসেবে পেতে চাইছেন তিনি যদি আপনাকে আপাদমস্তক বদলে ফেলতে চান, যদি তার সঙ্গে সম্পর্কে জড়াতে হলে আপনাকে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যেতে হয়, তার মানে আপনি এখনও সম্পর্কের জন্য প্রস্তুত নন। ইতিবাচক পরিবর্তন হওয়া অবশ্যই ভালো, তবে যদি অপ্রয়োজনে কেউ জোর করে তার মনের মতো পরিবর্তন করতে চায়, সেখানে ব্যক্তিত্ব বিসর্জন দেওয়ার মানে নেই। এতটুকু বোধ নিজের ভেতরে তৈরি হলেই কেবল সম্পর্কে জড়াবেন। একইভাবে আপনিও তাকে জোর করে নিজের মতো করে পরিবর্তন করতে যাবেন না।

৪. যদি প্রাক্তনকে ভুলতে না পারেন

অতীত সম্পর্কের থেকে যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী আবেগ বা অমীমাংসিত সমস্যা থাকে তবে এর ফলে বর্তমান সম্পর্ক খারাপ হতে পারে। প্রাক্তনকে মিস করা, মনে রাখা, ‘মুভ অন’ পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা, সবই নতুন সঙ্গীর সঙ্গে সমস্যার সৃষ্টি করতে পারে। তাই আপনি যদি এখনও অতীত সম্পর্কের কথা চিন্তা করেন বা তার কাছে ফিরে যেতে চান তবে অন্য কাউকে কথা দেবেন না বা নতুন সম্পর্কে জড়াবেন না। 

৫. নিজের শতভাগ দিতে না চাইলে

প্রাক্তনের স্মৃতি বুকে ধরে আপনি যদি সম্পর্কে জড়াতে চান সেটি যে ঠিক হবে না তা তো মাত্রই বলে দেওয়া হলো। এখান থেকেই দেখা দিতে পারে আরেকটি সমস্যা। যদি আপনি এরপরও সম্পর্কে জড়ান তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনি নতুন মানুষটিকে নিজের শতভাগ দিয়ে ভালোবাসতে পারবেন না। আর এটিই আপনাদের মধ্যে সমস্যার সৃষ্টি করবে। তাই যদি আপনি অনুভব করেন যে নিজের শতভাগ দিতে প্রস্তুত নন, তাহলে বুঝতে পারবেন, আপনি সম্পর্কে জড়ানোর জন্য এখনও উপযুক্ত হননি।

এস/ আই. কে. জে/ 


সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250