বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোনেম মুন্নাকে মরণোত্তর সংবর্ধনা দেবে ইস্ট বেঙ্গল ক্লাব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

কলকাতার দাপুটে ফুটবল দল ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব বাংলাদেশের প্রয়াত ফুটবলার মোনেম মুন্নাকে মরণোত্তর সংবর্ধনা দেবে। আগামী ১ আগস্ট এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কলকাতার ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের মাঠে এই আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তখন যারা এই ক্লাবে খেলেছেন তাদেরকেও সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন তারকা স্ট্রাইকার শেখ মো. আসলাম। আসলাম, গোলাম গাউস, রুমিরাও পাবেন সংবর্ধরা। আসলাম জানিয়েছেন, ইস্ট বেঙ্গল ক্লাবের লোকজন এসেছে। তারা বলল, ‘ঐ সময় আমরা যারা খেলেছি তাদের সবাইকে সংবর্ধনা দেওয়ার কথা।’

শতবর্ষী এই ক্লাবটির জন্ম ১৯২০ সালের ১ আগস্ট। জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই ক্লাবটি এবার বাংলাদেশের ফুটবলের কিংব্যাক খ্যাত মোনেম মুন্নাকে মরণোত্তর সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিডনি রোগে আক্রান্ত হয়ে মুন্না ইন্তেকাল করেছেন ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি।

মুন্না ইস্ট বেঙ্গল ক্লাবের লাল হলুদ জার্সি গায়ে কলকাতার লিগে খেলেছিলেন। তার সময়ে ইস্ট বেঙ্গল ক্লাব লিগ শিরোপা জয় করেছিল। মুন্নার ফুটবল নৈপুণ্যের কথা আজও ভারতের ফুটবল দর্শকের মনের আঙিনায় যত্নে তোলা রয়েছে। কেউ কলকাতায় গেলেই মুন্নার কথা স্মরণ করেন। দেশের ফুটবলে মুন্না উইং ব্যাক থেকে স্টপার ব্যাক পজিশনে খেললেও কলকাতার লিগে খেলেছিলেন মাঝমাঠে। দোর্দণ্ড প্রতাপে কলকাতার ফুটবল খেলেছিলেন। তার নজরকাড়া ফুটবল শৈলী এত বছর পরও চোখের সামনে তরতাজা। ইস্ট বেঙ্গল ক্লাব সেই মুন্নাকে সম্মান দেওয়ার জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। ঢাকায় কথা বলে গেছেন ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষের লোকজন। মুন্নার স্ত্রী সুরভী মোনেম জানিয়েছেন, কলকাতা হতে কথা বলেছেন ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা। তারা মুন্নাকে সংবর্ধনা দিতে চায়। এজন্য আমি এবং আমার ছেলে আজমান সালিদকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রণপত্র পাঠালে আমরা ভিসার জন্য আবেদন করব। ইস্ট বেঙ্গল আমাদের প্রয়োজনীয় অন্যান্য খরচও বহন করবে।’

ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্য তপন রায় বলেছেন, ‘আগামী ১ আগস্ট ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিন আমাদের ইস্ট বেঙ্গলের মাঠে মুন্নার জন্য মরণোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।’

আরো পড়ুন:জন্মদিনে মেসির অন্য রকম হ্যাটট্রিক

মুন্না ছাড়াও এই ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে লিগ চ্যাম্পিয়ন দলে খেলেছেন শেখ মো. আসলাম, রুমী, গোলাম গাউস। মুন্নার স্ত্রী সুরভী মোনেম জানালেন, আসলাম, গাউস, রুমীর সঙ্গেও ইস্ট বেঙ্গল থেকে কথা বলবে। গাউস জানিয়েছেন, ইস্ট বেঙ্গল ক্লাব থেকে আমাকে ফোন করা হয়েছিল। সংবর্ধনার বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি কথা হলে এ বিষয়টা আরো পরিষ্কার হতে পারব।’ আসলামকে ফোনে পাওয়া যায়নি। মুন্নার স্ত্রী সুরভী মোনেম জানালেন, রুমী কানাডায় থাকেন। সেখানে ওরা (ইস্ট বেঙ্গল ক্লাব) যোগাযোগ করবে বলে জানিয়েছে।’ সাবেক ফুটবলার গোলাম গাউস জানিয়েছেন, মুন্না ভাইকে মরনোত্তর সংবর্ধনা দেবে, সেখানে আমাদেরকে সংবর্ধনা দেবে।’

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন