বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ *** ২৪শে জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

যুক্তরাষ্ট্রে মামলায় স্পেসএক্স

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইলন মাস্ক মালিকানাধীর রকেট কোম্পানি ‘স্পেসএক্স’-এর বিরুদ্ধে কর্মী নিয়োগের ক্ষেত্রে শরণার্থীদের সঙ্গে ‘বৈষম্যমূলক আচরণ’ করার অভিযোগ উঠেছে।

মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে,“মামলায় অভিযোগ উঠেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে অন্তত ২০২২ সালের মে মাস পর্যন্ত নিয়মিতই শরণার্থীদের চাকরির আবেদনের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করে তাদের নিয়োগ দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেসএক্স। এর কারণ, তাদের নাগরিকত্বের ধরন। আর এটা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা সংশ্লিষ্ট আইন লঙ্ঘন করে।”

কোম্পানির মালিক মাস্কের কয়েকটি অনলাইন পোস্টকে ‘প্রকাশ্য বৈষম্যমূলক বিবৃতির’ উদাহরণ হিসেবে উল্লেখ করে মার্কিন বিচার বিভাগ।

মামলায় ২০২০ সালের জুনে মাস্কের এক টুইটের কথা উল্লেখ করেছে বিভাগটি, যেখানে তিনি বলেন, “মার্কিন আইনের ভিত্তিতে স্পেসএক্স-এ নিয়োগের জন্য অন্তত গ্রিন কার্ড থাকা লাগবে। কারণ, রকেট অনেক উন্নত প্রযুক্তি।”

স্পেসএক্সের বিরুদ্ধে আনা মামলাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার’ বলে ব্যাখ্যা করেন মাস্ক।

এক্স-এ দেওয়া পোস্টে স্পেসএক্স সিইও মাস্ক বলেন, কোম্পানিকে বারবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা নয় এমন কাউকে কোম্পানিতে নিয়োগ দিলে তা আন্তর্জাতিক অস্ত্র পাচার আইন লঙ্ঘন করবে ও অপরাধ হিসেবে গণ্য হবে।

মার্কিন বিচার বিভাগের নাগরিক অধিকার বিষয়ক সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিস্টেন ক্লার্ক বলেন, বিচার বিভাগের তদন্তে উঠে এসেছে, নাগরিকত্বের ধরনকে অজুহাত দেখিয়ে ন্যায্য উপায়ে কর্মী নিয়োগে ব্যর্থ হয়েছে স্পেসএক্স। পাশাপাশি, যোগ্যতা থাকার পরও ফেডারেল আইন লঙ্ঘন করে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছে কোম্পানিটি।

আর.এইচ 

স্পেসএক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন