রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কিভাবে তৈরি করবেন খেজুরের মিল্কশেক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

অনেকেই নানা ধরনের শরববত বানান। একটু বৈচিত্র্য আনতে বানাতে পারেন খেজুরের মিল্কশেক। খেজুর খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। খেজুরের মিল্কশেক তাৎক্ষণিক ক্ষুধা মেটায়। এতে পুষ্টিগুণও পাওয়া যায়।

উপকারণ: খেজুর - ১০ পিস,  দুধ - ২০০ মিলি, মধু-২/৩ চামচ, আইস কিউব - প্রয়োজন অনুযায়ী।

প্রস্তুত প্রণালি: খেজুরগুলো থেকে বীজ বের করে নিন। ১০০ মিলিলিটার ফুটানো দুধে খেজুরগুলো আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এখন একটি ব্লেন্ডারে খেজুর-দুধের মিশ্রণ এবং মধু মিশিয়ে ব্লেন্ড করুন। বাকী দুধ ও আইস কিউব যোগ করুন। আবারও এক মিনিট ব্লেন্ড করুন। তৈরি হয়ে গেল খেজুরের মিল্কশেক।

এম এইচ ডি/ এম/ এস/ আই. কে. জে/


খেজুর মিল্কশেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন