বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

লবণ দিয়ে খুব সহজে টয়লেট পরিষ্কার করুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নিয়মিত টয়লেট পরিষ্কার করতে গিয়ে বিপাকে পড়েন অনেকেই। আসলে আপনি যদি অনেকদিন পর পর টয়লেট পরিষ্কার করেন তাহলে কষ্ট একটু বেশিই হবে, আর যদি দু’দিন পরপরই পরিষ্কার করেন তাহলে নোংরাও কম হবে আবার খাটুনিও কমবে।

জানলে অবাক হবেন, টয়লেট পরিষ্কার রাখার একটি জাপানিজ টেকনিক আছে। সারা রাত টয়লেটে লবণ দিয়ে রাখুন, সকালে ফলাফল দেখে চমকে উঠবেন। জাপানে লবণ শুধু রান্নাঘরের মসলা হিসেবে ব্যবহার করা হয় না, রান্নাঘর বা বাথরুমের মতো ঘর পরিষ্কার করার ক্ষেত্রেও একটি পরিচ্ছন্নতা অ্যাজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। জেনে নিন লবণ দিয়ে কীভাবে টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন-

টয়লেটের গন্ধ দূর করে

বাথরুম বা টয়লেটের এক কোণে একটি বাটিতে বড় দানার লবণ রেখে দিন রাতভর। এতে টয়লেটের দুর্গন্ধ দূর হবে সহজেই। পরের দিন সকালে ওই লবণ ফুটন্ত পানিতে পূর্ণ একটি পাত্রে মিশিয়ে কমোডে ঢেলে দিন। ব্যাস দেখবেন কমোডও পরিষ্কার থাকবে আবার টয়লেটের ভেতরেও কোনো দুর্গন্ধ থাকবে না।

ড্রেন ক্লিনার হিসেবে কাজ করে লবণ

মোটা দানার লবণ বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। বাথরুম পরিষ্কারের ক্ষেত্রে লবণ ছড়িয়ে দিন, তারপর মাজুনি দিয়ে বাথরুমের ফ্লোর ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন চকচক করবে। আর কমোড পরিষ্কারের ক্ষেত্রে বেশ খানিকটা লবণ কমোডে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন কয়েক ঘণ্টা। তারপর গরম পানি ঢেলে পরিষ্কার করুন।

বাথরুমের টাইলসের দাগ অপসারণ করে

বাথরুমের কোণ, বাথটাব বা টয়লেটের কোণায় জমে থাকা হলদে বা কালচে দাগ দূর করতেও লবণ বেশি উপকারী। বাথরুমের  দাগ দূর করতে আধা কাপ লবণ, এক চা চামচ বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন ও দাগের স্থানে ছড়িয়ে দিন, দেখবেন বিস্ময়কর কাজ করবে। এই পেস্ট দাগের স্থানে দিয়ে সারারাত রেখে দিন ও পরেরদিন সকালে দেখুন ম্যাজিক।

সূত্র: টাইমলেস লাইফ

এস/ আই. কে. জে/

পরিষ্কার লবণ জাপানিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন