শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলে নজর থাকবে যেসব অলরাউন্ডারের ওপর, জেনে নিন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

আর মাত্র তিনদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আগামী ১৯শে জানুয়ারি থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে দেশি তারকাদের পাশাপাশি বিদেশিরাও মাঠ মাতাবেন। আর অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে কারা এনে দেবেন কাঙ্ক্ষিত জয়, সেই দিকেও বাড়তি নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।

ঘরোয়া টি-টোয়েন্টি লিগে অলরাউন্ডারদের বাড়তি চাহিদা নতুন কিছু নয়। ব্যাটিং-বোলিং, দুই জায়গাতেই কার্যকরী তারা। বিপিএলের আগের আসরগুলোতে কোনো না কোনো অলরাউন্ডারই টুর্নামেন্ট সেরা হয়েছেন।

এবারও আলো ছড়াতে মুখিয়ে আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা। দেশি তারকাদের পাশাপাশি দুই ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনও এবার থাকছেন।

আরো পড়ুন : স্টেডিয়াম নয়, খেলার মাঠকে প্রাধান্য দিতে চান ক্রীড়ামন্ত্রী

এই তালিকায় আরও আছেন মঈন আলী, শোয়েব মালিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কার্টিস ক্যাম্ফারের মতো অলরাউন্ডাররা। তবে বিপিএলের শুরু থেকে অনেক বিদেশি তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

এবারের বিপিএলে যাদের ওপর বাড়তি নজর থাকবে-


বর্তমানদের মধ্যে ৫০০ রান এবং ৪০ উইকেট নিয়েছেন, এর ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।

এস/ আই.কে.জে/


বিপিএল বিপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250