মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

ইনজুরি নিয়ে খেলা মোটেও প্রতারণা নয় : তামিম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে ‘শতভাগ ফিট নই, তবুও খেলব’ মন্তব্যের কারণে চরম বিতর্কে পড়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গুঞ্জন রয়েছে এমন মন্তব্য তার বিশ্বকাপ দলে না থাকার পেছনেও ভূমিকা রেখেছে!

তবুও তিনি বারবারই বলে আসছেন কোনো ক্রিকেটারই নিজেকে শতভাগ ফিট দাবি করতে পারবেন না। এবার বিপিএল শুরুর আগমুহূর্তে বিষয়টি নিয়ে কথা বলেছেন তামিম। দেশসেরা এই ওপেনারের দাবি– ইনজুরি নিয়ে খেলা মোটেও প্রতারণা নয়।

বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের অধিনায়ক তামিম বলেন, ‘ইঞ্জুরি এমন একটা জিনিস এখনও বলব, পৃথিবীতে কোনো ক্রিকেটার বা খেলোয়াড় বলতে পারবে না সে শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০-৮০ শতাংশ ফিট থাকে। সবার কম বেশি চোট থাকে। তার মানে এটা না যে সে খেলবে না। আমাদের বিষয়ও একই। রিয়াদ ভাই মাত্র চোট থেকে ফিরেছেন। যদি প্রস্তুত থাকেন, মনে করেন খেলতে পারবেন, অবশ্যই খেলবেন।’

এর আগে বিশ্বকাপের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর দেশে ফেরার পর ছিলেন বিশ্রামে, যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও খেলা হয়নি। এরপর এবারের বিপিএল দিয়ে ফিরতে প্রস্তুতি নিচ্ছিলেন মাহমুদউল্লাহ। কয়েকদিন অনুশীলনও করেছেন। তবে গতকাল তাকে কনুইয়ের ব্যথায় ভুগতে দেখা যায়। এবার তার সবশেষ অবস্থা জানালেন বরিশাল দলের সতীর্থ তামিম।

আরো পড়ুন: রংপুরে সাকিবের পরিবর্তে অধিনায়ক সোহান

মাহমুদউল্লাহর ইনজুরি নিয়ে তিনি বলেন, ‘উনি ইঞ্জুরি থেকে রিকভার করছেন। একটু তো সমস্যা থাকেই। এ মুহূর্তে ভালো আছেন। আমরা যতটুকু পারি রেস্ট দিয়ে ফ্রেশ রাখার চেষ্টা করছি। আজ ট্রেনিং না করলেও কাল করবেন। প্রথম ম্যাচে এভেইলেবল থাকবেন আশা করছি।’

ইনজুরি নিয়ে খেলা দলের সঙ্গে প্রতারণা কি না এমন প্রশ্নে তামিমের জবাব, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না সেটা। আমি আবারও বলব, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না যে আমি একশ ভাগ ফিট। নাইন্টি পারসেন্ট ফিট থাকে, সেভেন্টি-এইটি পারসেন্ট ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি নিগেলস থাকে। তার মানে এটা না যে সে খেলবে না।’

১৯ই জানুয়ারি (শুক্রবার) থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন (শনিবার) প্রথম ম্যাচে তামিমের বরিশাল মুখোমুখি সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্সের।

এইচআ/ আই.কে.জে

তামিম ইকবাল বিপিএল ইনজুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন