ছবি: সংগৃহীত
ভারতীয় পণ্যে আমেরিকার শুল্ক আরোপ নিয়ে এবার কঠোর বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, আমেরিকার কাছে তার দেশ ‘মাথা নত’ করবে না। ভারত নতুন বাজার অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাবে। খবর আল জাজিরার।
রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে গত সপ্তাহে এ শুল্ক কার্যকর হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি এ প্রতিক্রিয়া জানাল। এতে দুই দেশের মধ্যে শিগগিরই যে সমাঝোতা হচ্ছে না–তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে আল জাজিরা জানায়।
পীযূষ গয়াল বলেন, ‘যদি কেউ আমাদের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, তাহলে ভারত সর্বদা প্রস্তুত। কিন্তু ভারত কারও কাছে মাথা নত করবে না; কখনও দুর্বলতা দেখাবে না।’ গয়াল বলেন, তারা নতুন বাজার দখল করবেন।
চলতি বছর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, যা বিশ্বব্যাপী বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে।
ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপ আমেরিকা ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করে। নয়াদিল্লি এ শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ বলে সমালোচনা করেছে। কৃষি ও দুগ্ধজাত পণ্যের বাজার নিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন