ছবি : সংগৃহীত
ভাইবোনের সম্পর্ক হলো রক্তের সম্পর্ক। ছোটবেলা থেকে একসঙ্গে হেসে-খেলে বেড়ে ওঠা, আবদার-ভালোবাসা, ঝগড়া, মারামারিসহ নানা দিক দিয়ে পরিপূর্ণ থাকে এই সম্পর্ক। কিন্তু, এই ভালোবাসায় ফাটল সৃষ্টি করতে পারে ছোটখাটো ঝগড়া কিংবা মান-অভিমান। বড় হওয়ার সঙ্গে সঙ্গে নানা কারণে এই সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। কখনও কখনও সম্পর্কচ্ছেদের মতো পরিস্থিতিও তৈরি হয়।
সম্পর্ক ঠিক করতে দুই পক্ষ থেকেই চেষ্টা করতে হবে। হয়তো একই সঙ্গে দুইজনের এক অনুভূতি কাজ করবে না। দেখা গেল, আপনি ভাই বা বোনের সঙ্গে সবকিছু ঠিক করার মানসিকতা নিয়ে গেছেন, কিন্তু সে আপনাকে মুখের ওপর অপমান করে দিলো। তখন সেটা হজম করে নিতে শিখুন।
যাই হোক রক্ত তো একই, শুধু শুধু কেন অতীতের খারাপ স্মৃতি সারাজীবন বয়ে চলবেন। মনে রাখবেন, তিনি আপনার আপনজন। তাকে আপনি ভালোবাসেন। দোষত্রুটি ক্ষমা করে তাকে মন থেকে কাছে টেনে নিন। যদি সে বয়সে বড় হয় তবে তাকে গুরুজন মনে করে ক্ষমা করে দিন।
ভাইবোনের সম্পর্কের জটিলতা ঠিক করবেন যেভাবে:
আরো পড়ুন : শিশুদের মোবাইল আসক্তি যেভাবে কমাবেন
১। কথা বলুন
যেকোনো সম্পর্কে কথা বলাটা জরুরি। সেটা সম্পর্ক ভাল থাকুক আর খারাপ। বিশেষ করে যখন কোনো ভুল বোঝাবুঝি হয়, তখন একে অপরের সঙ্গে কথা বলার মাধ্যমে সমস্যার সমাধান করা সহজ। সম্ভব হলে নিজের মনকে স্থির করে, উত্তেজিত না হয়ে একান্তে কথা বলুন।
প্রথমেই তার কাছে ক্ষমা চেয়ে নিন। কারণ, আপনার কোনো আচরণে বা কথায় সে কষ্ট পেয়ে থাকতে পারেন। কথা বলার সময় মাথায় রাখতে হবে আপনি সম্পর্ক ঠিক করতে চান; এ বিষয়ে আপনি মনে মনে যা ভাবছেন তাকে সব গুছিয়ে বলুন।
২। শুনুন এবং ভাগ করে নিন মনের আনন্দ
একে অপরের প্রতি নানা অভিযোগ থাকতে পারে। তাই নিজেদের মধ্যে কথা বলুন এবং মন দিয়ে তা শুনুন। কেন, কী কারণে সমস্যা হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা করুন।
পুরনো যত স্মৃতি আছে নিজে সেগুলো মনে করুন এবং আপনার ভাই কিংবা বোনকে মনে করিয়ে দিন। একে অপরের হাসি-কান্নার সঙ্গি হয়ে উঠুন। বিপদে-আপদে যেকোনো প্রয়োজনে নিঃস্বার্থভাবে এগিয়ে যান।
৩। ‘কেন’র উত্তর খুঁজুন
নিজেকে প্রশ্ন করুন। আপনি কেন, ভাই কিংবা বোনের সঙ্গে নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক ঠিক করতে চান। এর উত্তর আপনি নিজের মধ্যেই খুঁজে পাবেন। আপনার মনের কোথাও না কোথাও তার জন্য ভালোবাসা আছে।
এখন হয়তো, রাগ-অভিমানের কারণে তা বুঝতে পারছেন না। এছাড়া এর প্রভাব আপনার বাবা-মায়ের ওপরও পড়ে। তাদের কাছে সন্তানদের সম্পর্কের এই জটিলতা বেশ কষ্টকর।
এবার ভাবুন আপনি কেন ভাইবোনের ঝগড়া মিটিয়ে নিতে চান। এছাড়া এটাও বোঝার চেষ্টা করুন কেন আপনাদের মধ্যে ঝামেলা হয়েছিল। আপনার কোন আচরণ তাকে কষ্ট দিয়েছিল। আপনি নিজেকে তার জায়গায় বসিয়ে দেখুন।
আপনি সেখানে থাকলে কী করতেন এবং আপনার প্রতিক্রিয়া কী হতো। এই সবকিছু ভেবে দেখুন। তার কষ্ট বোঝার চেষ্টা করুন এবং নিজেদের সম্পর্ক ঠিক করার ব্যবস্থা করুন।
এস/এসি
খবরটি শেয়ার করুন