শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

কোন রঙের ছাতা ব্যবহার করলে গরম কম লাগে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

তীব্র দাবদাহে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। হলেও সঙ্গে ছাতা, সানগ্লাস, পানির বোতল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে রোদ আটকাতে ছাতার বিকল্প কমই আছে। তাই কাজের প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তারা আশ্রয় নিচ্ছেন ছাতার নিচে। কেউ ব্যবহার করছেন কালো ছাতা। কেউবা হালকা রঙের ছাতা। কিন্তু যেকোনো ছাতা নিলেই কি কাজ হবে? তাছাড়া কোন রঙের ছাতা ব্যবহারে গরম কম লাগবে? 

বিশেষজ্ঞদের মতে, যেকোনো রঙের ছাতা ব্যবহারেই যে গরম কম লাগবে এমনটা নয়। ছাতার রঙের ওপর অনেকটাই নির্ভর করে রোদ থেকে কতটা সুরক্ষিত থাকবে ত্বক।

আরো পড়ুন : গরমে ফ্রিজে অতিরিক্ত বরফ জমলে যা করবেন

গরমে হালকা রঙের ছাতা ব্যবহার করবেন না। হালকা রঙা পোশাকে গরম কম লাগলেও এমন ছাতা তাপ থেকে সুরক্ষা বেশি দেবে না। যত বেশি হালকা হবে রং, গায়ে রোদ লাগবে তত বেশি। কড়া রোদ থেকে যদি বাঁচতেই চান তাহলে গাঢ় রঙের ছাতা ব্যবহার করুন। 

সবচেয়ে ভালো হয় কালো রঙের ছাতা ব্যবহার করলে। এটি সূর্যের তাপ দূরে রাখতে সক্ষম। ক্ষতিকর সব রশ্মি আটকে দিতে পারে কালো ছাতা। অর্থাৎ কালো রঙের ছাতা ব্যবহার করলে রোদ থেকে বাঁচতে পারবেন। গরম লাগবে কম। 

হাতের কাছে যদি কালো ছাতা না পান, তাহলে অন্তত নীল বা বাদামি রঙের ছাতা ব্যবহার করুন। কোনো অবস্থাতেই সাদা, আকাশি বা হলুদের মতো হালকা রঙের ছাতা ব্যবহার করবেন না।

এস/ আই.কে.জে/


গরম বিশেষজ্ঞ রঙের ছাতা

খবরটি শেয়ার করুন