ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আগামী ১৪ই ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (১০ই নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) জানিয়েছে, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় আজ একটি মামলা (মিসকেস বা বিবিধ মামলা) হয়েছে। এই মামলায় উবায়দুল মোকতাদিরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
উবায়দুল মোকতাদির অন্য একটি মামলায় গ্রেপ্তার আছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন