ছবি: সংগৃহীত
আসন্ন পবিত্র ঈদুল আজহার সময় দেশের সংবাদপত্রকর্মী ও সাংবাদিকদের অন্তত চারদিনের ছুটি হওয়া দরকার বলে মনে করেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আর পত্রিকার অনলাইন সংস্করণের কর্মীদের জন্য প্রণোদনা দেওয়ার দাবি তুলেছেন তিনি।
আজ বৃহস্পতিবার (৮ই মে) রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘গণমাধ্যম সংস্কার: সমস্যা ও করণীয়’ শিরোনামে আয়োজিত সেমিনারে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন।
মাহমুদুর রহমান বলেন, ‘ঈদের ছুটি নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি, সেজন্য অনলাইনটা চালাতে হয়। এটার কোনো বিকল্প নেই। বিকল্প হচ্ছে অনলাইনে যারা কাজ করছেন, তাদের আর্থিকভাবে পুষিয়ে দিতে হবে। এটা বন্ধ করা যেহেতু সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আমার হাতে তো ক্ষমতা নেই, কিন্তু আমার যদি ক্ষমতা থাকত, আগামী ঈদে ১০ দিন ছুটি থাকবে সরকারি, তাই আমি সাংবাদিকদের জন্য চারদিনের ছুটি করে দিতাম। অনলাইনের ক্ষেত্রে আর্থিকভাবে পুষিয়ে দেওয়া উচিত।’
অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা এ সরকারের কাছে দাবি করছেন কী কী সংস্কার করতে হবে। আগামী রাজনৈতিক সরকার এসে যদি বলে, এসব সংস্কার আমরা মানি না, আমরা আমাদের মতো করে রাষ্ট্র চালাব। সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেটা নিয়ে মনে হয় একটু আগাম পরিকল্পনা করে রাখা দরকার।’
দেশের মুদ্রিত সংবাদপত্রগুলোর একটি অংশের সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’ ও সংবাদপত্রগুলোর মালিকদের সংগঠন ‘নোয়াবের’ সমালোচনা করেন আমার দেশ সম্পাদক। মাহমুদুর রহমান বলেন, ‘এ দুটি সংগঠন হলো এলিটদের। আর আমরা হলাম অচ্ছুত। আমাদেরকে ইসলামপন্থী পত্রিকা হিসেবে ধরা হয়। বাংলাদেশে ইসলামপন্থী হওয়া তো অপরাধ। অন্তত মিডিয়াতে তো বড় অপরাধ।’
তিনি বলেন, ‘সারা বাংলাদেশের মিডিয়া ইসলাম বিদ্বেষীদের দখলে। বিজ্ঞাপন যারা দেয়, সেই সংগঠনগুলো প্রধানত ইসলামবিদ্বেষী।’ তিনি বিজ্ঞাপনকে সরকার কর্তৃক বিরোধী মতের পত্রিকাকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন