ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের সাবেক পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি এ প্রতিক্রিয়া জানান। কুগেলম্যান বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বছরের পর বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর মধ্যে একটি। এটি তার (তারেক রহমান) ভিত্তির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন এবং বাংলাদেশের রাজনীতির বারুদের স্তূপ থেকে বেরিয়ে আসার ক্ষমতারও একটি পরীক্ষা।
প্রসঙ্গত, বাংলাদেশে মাইকেল কুগেলম্যান একটি পরিচিত নাম। তিনি মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক এবং 'ফরেন পলিসি' ম্যাগাজিনের কলামিস্ট। ওয়াশিংটন ডিসির উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি কানাডাভিত্তিক এশিয়া-প্যাসিফিক ফাউন্ডেশনের একজন সিনিয়র ফেলো হিসেবে কাজ করছেন।
খবরটি শেয়ার করুন