শুক্রবার, ১৬ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ *** খলিল, তৈয়্যব ও আখতার বিমানের নতুন পরিচালক হওয়ায় নানা প্রশ্ন *** আসন সমঝোতায় এনসিপি কত পেল, ইসলামী আন্দোলনের কী হলো *** যমুনায় তারেক রহমানের পৌনে ২ ঘণ্টা *** ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি *** রাজধানীতে শনিবার গণমাধ্যম সম্মিলন *** বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ *** নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ক্রিকেটারদের, বিসিবির ‘না’ *** যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট *** বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

তাহসানের সঙ্গে বিচ্ছেদ খবরের মধ্যেই রোজার একের পর এক পোস্ট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সংসারজীবনে ভাঙনের সুর। ঘরোয়াভাবে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। শুরুতে এ তারকা দম্পতিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন ভক্ত-অনুরাগীরা। তবে বছর না ঘুরতেই তাদের বিবাহবিচ্ছেদের খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। গত বছর ৪ঠা জানুয়ারি এ মেকআপ আর্টিস্টকে বিয়ে করেন গায়ক। শুরুর দিকে দুজনকে ফুরফুরে মেজাজেই দেখা গেলেও সম্পর্কটি বেশি দিন স্থায়ী হয়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তাহসান নিজেই জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই থেকে তিনি ফেসবুক ও নতুন গান থেকে অনেকটাই দূরে রয়েছেন। নিজেকে বিনোদন অঙ্গন থেকে গুটিয়ে নেন। সংসারকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 

তবে বিবাহবিচ্ছেদের বিষয়টি সামনে এলেও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। বরং তার ফেসবুক ও ইনস্টাগ্রামে এখনো চোখে পড়ে তাহসানের উপস্থিতি। কাভার ফটোতে রয়েছে তাদের ঘুরতে যাওয়ার ছবি, আগের মতোই রয়ে গেছে তাহসানের সঙ্গে তোলা বিভিন্ন পোস্ট। তাদের বিচের ছবিও এখনো রয়েছে। 

এমনকি বিচ্ছেদের খবর প্রকাশের পরও ফেসবুকে দেখা গেছে রোজা আহমেদের একের পর এক নতুন পোস্ট।  আরও দেখা গেছে, কখনো বাইরে খেতে যাওয়ার ছবি, কখনো রাতের শহরে ঘোরাঘুরির মুহূর্ত, আবার কখনো হাতে আংটি দেখাচ্ছেন আবার অনেক সময় একগুচ্ছ ফুল। নিজের মতো সময় কাটানোর নানা মুহূর্তই শেয়ার করছেন রোজা। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও তার এই সক্রিয় উপস্থিতি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে। 

তাহসান ও রোজার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় পার্থক্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। অন্যদিকে রোজার সামাজিক পরিসর ও পরিচিতি বিয়ের পর আরও বেড়ে যায়। এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনধারাই তাদের মধ্যে দূরত্ব তৈরি করে। 

উল্লেখ্য, গায়ক তাহসান খান এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। এরপর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন। তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই।

জে.এস/

তাহসান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250