বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের *** শেষ চার মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম *** হাদি-মুছাব্বির-সাম্য হত্যার বিচার হতে হবে এ মাটিতে, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল *** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে

সুযোগ পেলেই যে জিনিসগুলো কিনে রাখবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ১৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিত্যদিনের এমন অনেক কিছু আছে যা আমাদের প্রতিনিয়তই লাগে। ফুরিয়ে গেলেই আবার কিনতে হয়। আর নতুন দোকান উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়, মৌসুমের শেষ উপলক্ষে ছাড়, ক্লিয়ারেন্স ছাড়, ইয়ার এন্ড ছাড়, শীতকালে গ্রীষ্মকালীন পণ্যে ছাড়, গ্রীষ্মে শীতের পণ্যে ছাড়—এগুলো সারা বছর চলতেই থাকে। বিশেষ করে ডিসেম্বর মাসটা ছাড়ে পোশাক কেনাকাটা করার মাস। অনেকেই এই সময় ঈদ থেকে শুরু করে সারা বছরের পোশাক ও উপহারসামগ্রী ছাড়ে কিনে রাখেন। তারপর সারা বছর প্রয়োজন বুঝে আলমারি থেকে বের করে মোড়ক খুলে অন্যদের চমকে দেন। জেনে নেওয়া যাক, সুযোগের সদ্ব্যবহার করে জামাকাপড় ও অন্যান্য ফ্যাশনপণ্য ছাড়াও কোন জিনিসগুলো কিনবেন-

আরো পড়ুন : ঝগড়ার মধ্যে বিরতি নিন ৪০ মিনিট!

পরিষ্কারক সামগ্রী

মহামারির সময় পরিষ্কারক সামগ্রীর চাহিদা বেড়ে গিয়েছিল ব্যাপক আকারে। হ্যান্ড স্যানিটাইজার, ক্লিনার হয়ে গিয়েছিল ‘বাঘের দুধ’। মহামারি পরবর্তীকালে সেই ‘বাঘের দুধ’এখন বেশ প্রতুল। তাই হাতে টাকা থাকলে কিনে রাখুন এসব পরিষ্কারক সামগ্রী। কেননা এগুলোর প্রয়োজন কখনোই ফোরাবে না।

মসলাদ্রব্য

এই উপমহাদেশের মানুষেরা মসলাদার খাবার খেতে বেশ পছন্দ করে। তবে সব মৌসুমে সব মসলা পাওয়া যায় না। অ-মৌসুমে কোনো মসলা কিনতে হলে গুনতে হয় বাড়তি টাকা। আবার অনেক সময় পাওয়াও যায় না। তাই প্রয়োজনীয় মসলা কিনে মজুত করে রাখলে বেশ ভালো হয়। প্রয়োজনের সময় যাতে হাত বাড়ালেই পাওয়া যায়।

টয়লেট্রিজ

টিস্যু পেপার, টয়লেট পেপার, টয়লেট পরিষ্কারের নানা অনুষঙ্গ আমাদের লাগেই। কেননা একটা পরিচ্ছন্ন, নিরাপদ, স্বাস্থ্যকর টয়লেট আমাদের সবারই চাওয়া।

প্রয়োজনীয় ওষুধ

দরকারি ওষুধ যেমন গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, অ্যালার্জি, পেটব্যথা, ডায়রিয়া, ওরাল স্যালাইন, শিশুর ঠান্ডা–কাশি–জ্বর, হুট করে কেটে গেলে, পুড়ে গেলে লাগে এ রকম ওষুধ কিনে রাখতেই পারেন। ‘ইমার্জেন্সি’ সময়ে কাজে দেবে।

তবে হ্যাঁ, এগুলো সংকটের সময়ের কথা ভেবেই কিনে রাখবেন। কখনোই অতিরিক্ত পরিমাণে মজুত করবেন না। সেটা অনৈতিক ও আইনবিরোধী। আর মেয়াদের বিষয়টাও মাথায় রাখবেন।

সূত্র: রিডার্স ডাইজেস্ট

এস/ আই.কে.জে/



ফ্যাশন উপমহাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250