সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

চুলের গোড়া মজবুত করার ২টি ঘরোয়া প্যাক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ২৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

চুল নিয়ে সমস্যায় ভুগছেন না এমন মানুষ খুজেঁ পাওয়া খুবই মুশকিল। চুলের সঠিক যত্ন না নেওয়া, অতিরিক্ত দূষণ, পুষ্টিকর খাবারের অভাব, ইত্যাদি কারণে মুঠো মুঠো চুল ঝরে। শীত এবং বর্ষায় চুল পড়ার হার আরও বেড়ে যায়। 

অনেকেই চুল পড়া কমাতে বাজারচলিত অনেক প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু তার পাশাপাশি ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ের উপর। যেমন:- কিছু হেয়ার প্যাক আছে যা চুলের গোড়া মজবুত করে। ফলে চুল পড়ার হার কমে। চলুন জেনে নেওয়া যাক এমন দুটি কার্যকারী প্যাক এর নাম-

আরো পড়ুন : ওষুধ খেলেই ওজন কমবে? কি মনে হয়

টক দই ও ডিমের প্যাক

একটি ডিম আর সামান্য পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে নিন। মাথার ত্বক পরিষ্কার করে এই প্যাক লাগান। আধাঘণ্টা রেখে দিন। এবার মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে মাথা ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে চুলের জেল্লা ফিরবে, চুলও মজবুত হবে।

কলা ও মধুর প্যাক

ছোট একটি পাত্রে পাকা কলা আর ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। গোসলের আধা ঘণ্টা আগে মাথায় এই প্যাক মেখে রাখুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২/৩ বার এই প্যাক ব্যবহারে ধীরে ধীরে চুল পড়া বন্ধ হবে। এতে চুলের গোড়াও মজবুত হবে। 

অনেক কিছুই তো চুলের যত্নে ব্যবহার করেছেন, এবার বরং এই ঘরোয়া প্যাকগুলো ব্যবহার করে দেখুন। সেসঙ্গে পর্যাপ্ত পানি পান ও ঘুমানো জরুরি। 

এস/ আই. কে. জে/ 

চুলের গোড়া ঘরোয়া ২টি প্যাক

খবরটি শেয়ার করুন