রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালে সময় দিল শিক্ষার্থীরা *** মোদির পর চীনে পুতিন *** প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির, কমিটি গঠন *** চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার *** বাংলাদেশে খেলতে এসে কনটেন্ট বানাচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার *** এক বছরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: আসিফ মাহমুদ *** বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন *** এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় *** চীনে মোদির সঙ্গে বৈঠকে সি, সরাসরি ফ্লাইট, বাণিজ্য সম্পর্কসহ আলোচনায় যেসব বিষয়

প্রেমিকাকে যে ৩ কথা কখনোই বলবেন না

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৪ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রেমিকের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে সব প্রেমিকাই পছন্দ করে। তাই অনেক সময় সত্যি-মিথ্যা মিলিয়েও প্রশংসা করে যেতে হয়। তা তার সৌন্দর্য হোক কিংবা বুদ্ধিমত্তার। কিন্তু প্রশংসা করতে গিয়ে অনেক প্রেমিক অনেক সময় এমন কিছু বলে ফেলেন যা আসলে প্রেমিকার মন জয় করার বদলে উল্টো প্রশ্নের জন্ম দেয়। সেখান থেকে লাগতে পারে দ্বন্দ্বও। তাই জানুন প্রেমিকাকে যে ৩ কথা কখনোই বলবেন না-

চেষ্টা করুন স্বাভাবিকভাবে প্রশংসা করার। আপনার অতিরিক্ত প্রশংসা কিন্তু তার চোখে অন্যরকম হয়ে ধরা দিতে পারে। 

আরো পড়ুন : ব্যায়ামের পর দুধ খাওয়ার উপকারিতা জানলে অবাক হবেন

‌‘আজ তোমাকে খুব সুন্দর লাগছে’

প্রেমিকা সামনে এলে তাকে দেখামাত্রই প্রশংসা শুরু করে দেবেন না। প্রথমে মনে মনে একটু গুছিয়ে নিন যে তাকে কীভাবে বললে সে সহজে বিশ্বাস করবে এবং খুশি হবে। তাকে কখনোই বলবেন না যে ‌‘আজ তোমাকে খুব সুন্দর লাগছে’। একথা বললেই কিন্তু সঙ্গে সঙ্গে সে প্রশ্ন করে বসবে, ‘কেন, এতদিন কি সুন্দর লাগতো না?’ তখন আপনি উত্তর দেওয়ার মতো কথা খুঁজে পাবেন না। বরং জব্দ হতে না চাইলে তাকে বলুন যে তাকে বরাবরের মতোই সুন্দর লাগছে। এতে সে যেমন খুশি হবে তেমনই আত্মবিশ্বাসও ফিরে পাবে।

প্রাক্তনের সঙ্গে তুলনা

আপনার প্রাক্তন ভালো হোক কিংবা খারাপ, তার সঙ্গে আপনার প্রেমিকার কখনো তুলনা করবেন না। কারণ কোনো নারীই অন্য নারীর সঙ্গে তুলনা পছন্দ করে না। বিশেষ করে প্রেমিকের প্রাক্তনের সঙ্গে তো নয়ই। এছাড়া আপনি যখন প্রাক্তনের প্রসঙ্গ টেনে আনবেন তখন কিন্তু সে সহজেই বুঝে যাবে যে আপনি এখনও প্রাক্তনের কথা ভুলতে পারেননি। তাই আপনি আপনার বর্তমান প্রেমিকাকে পেয়ে নিজেকে যতটাই ভাগ্যবান মনে করুন না কেন, তার সঙ্গে প্রাক্তনের তুলনা টানতে যাবেন না।

অন্য নারীর প্রশংসা

প্রত্যেক নারীই নিজের প্রশংসা অন্যের মুখে শুনতে পছন্দ করে। কিন্তু নিজের প্রেমিকের মুখে অন্য নারীর প্রশংসা শুনতে তাদের একটুও ভালো লাগে না। তাই প্রেমিকা ছাড়াও যদি অন্য কারও ব্যক্তিত্ব বা সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তা আপনার প্রেমিকার সামনে না বলাই ভালো। কারণ এটি একবার বলে দিলে সারা জীবন ধরে আপনাকে খোঁচা সহ্য করতে হতে পারে। তাই নিজেকে নিরাপদ রাখার জন্য এ কাজ থেকে বিরত থাকুন।

এস/ আই.কে.জে/


টিপস প্রেমিক-প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন