সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের *** চার দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু *** আজই তাহলে সিরিজ বাংলাদেশের, খেলা দেখবেন কোথায় *** ১৬০০ বছর আগেও ছিল বৃদ্ধাশ্রম, সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকেরা *** আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে: সেনাপ্রধান *** বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না আমেরিকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত *** হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই *** নয়া বিশ্ব ব্যবস্থার ভিশন উন্মোচন করলেন সি চিনপিং *** বাবা-মেয়ের আবেগঘন যে ভিডিও মুগ্ধ করেছে নেটিজেনদের *** দাপুটে জোকোভিচ ভাঙলেন ফেদেরারের আরেকটি রেকর্ড

১৬০০ বছর আগেও ছিল বৃদ্ধাশ্রম, সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকেরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: এম আইজেনবার্গ

ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রাচীন একটি শহরে খননের সময় এক বিরল মোজাইক আবিষ্কৃত হয়েছে। গবেষকদের মতে, মোজাইকটি চতুর্থ বা পঞ্চম খ্রিষ্টীয় শতাব্দীর এক প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রমের চিহ্ন হতে পারে। এটি হতে পারে প্রবীণদের জন্য তৈরি প্রথম বৃদ্ধাশ্রমের মোজাইক। খবর ফোর্বসের। 

প্রাচীন বাইজেন্টাইন খ্রিষ্টান নগরী হিপ্পোসে চলমান খননে মোজাইকটি আবিষ্কৃত হয়েছে। গ্যালিলি সাগরের পূর্বদিকে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত নগরীটি খ্রিষ্টীয় ধর্ম ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।

মোজাইকটিতে গ্রিক ভাষায় লেখা একটি তিন লাইনের শিলালিপি রয়েছে, ‘প্রবীণদের শান্তি কামনা করি’—যা একটি ক্রুশচিহ্নের ওপরের অংশে খোদাই করা। পাশাপাশি এতে খ্রিষ্টীয় প্রতীক আলফা ও ওমেগা (গ্রিক বর্ণমালার প্রথম ও শেষ অক্ষর), ময়ূর, চ্যালিস (পানপাত্র) থেকে পানি পানরত পাখি, সাইট্রাস ও সাইপ্রাস গাছের চিত্রও রয়েছে।

গবেষক দলের মতে, এটি বাইজেন্টাইন যুগে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রবীণদের প্রতি দায়িত্ববোধের পরিচয় বহন করে। এর আগে প্রবীণদের দেখভালের দায়িত্ব একান্তই পরিবারের ওপর নির্ভরশীল ছিল। এই নতুন ধাঁচের প্রতিষ্ঠান দেখায় যে খ্রিষ্টান সমাজে পরিবার ছাড়াও, যেমন—মঠ বা ধর্মীয় গোষ্ঠীর মধ্যে—প্রবীণদের যত্নে সংগঠিত ব্যবস্থা গড়ে উঠছিল।

অবশ্য প্রথমে মোজাইকটির খ্রিষ্টীয় প্রতীক দেখে এটি গির্জার অংশ বলে ধারণা করা হয়েছিল। তবে হিপ্পোসে ইতিমধ্যে একাধিক গির্জা খনন করে ফেলেছেন প্রত্নতত্ত্ববিদেরা এবং স্থাপত্যগত কোনো প্রমাণ না পাওয়ায়, তারা ভিন্ন সম্ভাবনার কথা ভাবতে শুরু করেন। তখনই মোজাইকটির শিলালিপি, শৈলী এবং শহরের দুটি প্রধান সড়কের সংযোগস্থলে এর অবস্থান পর্যালোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয় অব হাইফার জিনম্যান ইনস্টিটিউট অব আর্কিওলজির নেতৃত্বে ২০২৩ ও ২০২৪ সালের খননে এই মোজাইকটির একটি সংরক্ষিত খণ্ড পাওয়া যায়। এটি চারপাশে ভাঙা অবস্থায় ছিল এবং এর ওপর স্তূপ হয়ে ছিল নির্মাণের ধ্বংসাবশেষ। ধ্বংসাবশেষের মধ্যে বাইজেন্টাইন মৃৎপাত্রের টুকরো এবং ভাঙা মোজাইকসহ অন্যান্য অসম্পূর্ণ শিলালিপি পাওয়া গেছে। মেঝের নিচে পাওয়া কয়েনগুলোর তারিখ চতুর্থ শতাব্দীর শেষ থেকে পঞ্চম শতাব্দীর শুরুর দিকের বলে শনাক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় অব কোলোনের শাস্ত্রবিদ গ্রেগর স্টাবসহ গবেষক দলটি প্রাচীন গ্রিক শিলালিপি ও খ্রিষ্টীয় লেখাসমূহ বিশ্লেষণ করেন। তারা জেরুজালেমের একটি শিলালিপির উল্লেখ করেন, যেখানে বাইজেন্টিয়াম থেকে আগত এক দাতা দম্পতি মেরি থিওটোকোসের (ভার্জিন মেরির খ্রিষ্টীয় উপাধি) নামে একটি গির্জার সঙ্গে ‘প্রবীণ নারীদের জন্য একটি নিবাস’ প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন।

এই আবিষ্কারকে ‘চমকপ্রদ’ বলে অভিহিত করেছেন ব্রিটেনের  ইউনিভার্সিটি অব বার্মিংহামের বাইজেন্টাইন শিল্পের অধ্যাপক এমেরিটা লেসলি ব্রুবেকার। তিনি বলেন, ওই সময়ের হাসপাতালগুলোতে প্রবীণদের জন্য আলাদা ব্যবস্থা থাকত, তাই এটি হয়তো একটি বৃহৎ হাসপাতালের প্রবীণদের জন্য নির্ধারিত অংশও হতে পারে।

ইউনিভার্সিটি অব বার্মিংহামের আরেক বাইজেন্টাইন পণ্ডিত ড্যানিয়েল রেনল্ডস বলেন, ‘ক্রুশ, আলফা ও ওমেগা এবং লরেল পুষ্পমালার প্রতীক সাধারণত গির্জা বা মঠে দেখা যায়। তবে “ওয়াটার অব লাইফ” একটি নিরাময়কেন্দ্রের প্রতীকও হতে পারে। সম্ভবত আমরা একটি নগরভিত্তিক মঠের অংশ দেখছি, যেখানে প্রবীণদের যত্নের ব্যবস্থাও ছিল।’

তবে বিষয়টি নিশ্চিত হতে আরও খনন জরুরি বলে মত দিয়েছেন রেনল্ডস। একই মত পোষণ করেন খনন প্রকল্পের সহপরিচালক ও প্রত্নতত্ত্ববিদ মাইকেল আইজেনবার্গ। তিনি বলেন, ‘এই আবিষ্কারের পর আমাদের সামনে অনেক নতুন প্রশ্ন এসেছে। আমাদের অনেক সহকর্মী এগুলো নিয়ে গবেষণায় উৎসাহিত।’

ডেকাপোলিস নামক গ্রিক সংস্কৃতির দশটি শহরের অন্যতম ছিল হিপ্পোস। বাইজেন্টাইন যুগে এটি একটি ধর্মীয়, সামাজিক ও কৃষিভিত্তিক কেন্দ্র ছিল। বর্তমানে এটি ইসরায়েল নেচার অ্যান্ড পার্কস অথরিটি পরিচালিত সুসিতা ন্যাশনাল পার্কের অংশ।

২০০০ সাল থেকে সেখানে নিয়মিত খননকাজ চলছে। ইতিমধ্যে প্রত্নতত্ত্ববিদেরা রোমান যুগের একটি ব্যাসিলিকা, থিয়েটার, স্নানাগার, নগর ফটক ও স্বর্ণালংকার উদ্ধার করেছেন।

জে.এস/

বৃদ্ধাশ্রম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন