শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দেশ এখন আমিষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: সালমান এফ রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, দেশ এখন আমিষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের খাদ্যের কোনো ঘাটতি নেই। আমরা পশু-পাখি পালন করে নিজেরা স্বাবলম্বী হচ্ছি। সেই সঙ্গে দেশের আমিষের চাহিদা পূরণ করছি।

শনিবার (২০শে এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, দেশ এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে। এই স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে সকলের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা দরকার। আর এই সম্মেলিত প্রচেষ্টাতেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। 

আরও পড়ুন: জাতিসংঘে শান্তিচুক্তির অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আপনারা আমাকে ২য় বারের মত ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমি আমার কাজ করে যাচ্ছি। আমি দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা প্রয়োজন সব করছি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে সংরক্ষিত নারী আসনের নারী সংসদ সদস্য আনার কলি পুতুল, দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, সহকারী কমিশনার ভূমি আব্দুল হালিম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফারজানা জাহানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসকে/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিষের চাহিদা

খবরটি শেয়ার করুন