বুধবার, ৩রা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তা বেষ্টনী নেই, যখন খুশি দেখা করতে পারবেন- আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৮ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে প্রথমবারের মতো নিজ এলাকা কিশোরগঞ্জের ইটনায় গিয়েছেন মো.আবদুল হামিদ।

সোমবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে মিঠামইন থেকে সড়কপথে ইটনায় পৌঁছান আবদুল হামিদ। উপজেলা সদরের জিরো পয়েন্টে তাকে স্বাগত জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরুসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে জিরো পয়েন্ট থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। এরপর জেলা পরিষদের ডাকবাংলোতে খানিকটা সময় বিশ্রাম নিয়ে সেখানে খাবার খান তিনি।

বিকেল ৫টা থেকে অডিটোরিয়াম ভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আবদুল হামিদ। মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন।

এ সময় আবদুল হামিদ বলেন, আপনাদের সবাইকে একসাথে দেখেই আমার খু্ব ভাল লাগছে। দীর্ঘদিন পরে আপনাদেরকে কাছে পেয়েছি। দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছি। এরমধ্যে করোনার প্রকোপও ছিল। যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সাথে দেখা করতে পারিনি। এখন আর আগের মতো নিরাপত্তা বেষ্টনী নেই, খুব একটা বাধাও পোহাতে হবে না। আপনারা যখন খুশি আমার সাথে দেখা করতে পারবেন। আপনাদের আবদুল হামিদ আপনাদের মাঝে ফিরে এসেছে। আপনারা আমাকে যা দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন আমি নিয়মিত বাড়িতে আসবো, আপনাদের সাথে দেখা হবে, মতবিনিময় হবে। আমার আর কোনো চাওয়া-পাওয়ার নেই। এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

আরো পড়ুন: সংস্কৃতি চর্চায় প্রযুক্তিকে ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী

এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উমর ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য বজলুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

এম/


আবদুল হামিদ কিশোরগঞ্জ

খবরটি শেয়ার করুন