রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস *** যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নরেন্দ্র মোদির নাম *** যৌন অপরাধীর ফাইলে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর আপত্তিকর ছবি *** আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন: মাসুদ কামাল *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

কফির রিভিউ লিখে চাকরির প্রস্তাব পেলেন তরুণী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বর্তমানে অনেকেই অনলাইনে কোনো কিছু ক্রয়ের আগে রিভিউ পড়ে পণ্য যাচাই করে থাকেন। অনেক সময় ক্রেতাদের রিভিউয়ের উত্তরও দিয়ে থাকে বিভিন্ন বিক্রেতা কোম্পানি। তাই বলে রিভিউ লিখে চাকরির প্রস্তাব পাওয়ার ঘটনা বিরল। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ই-কমার্স সাইট অ্যামাজনে রিভিউ লেখার পর সম্প্রতি এমনটা ঘটেছে। ভারতের একটি কফি কোম্পানির কফির অনন্য রিভিউ লিখে চাকরির প্রস্তাব পেয়েছেন এক তরুণী।

রিভিউদাতা ওই তরুণীর নাম প্রসিদ্ধা। তিনি অ্যামাজন প্ল্যাটফর্মে স্লিপি আউল কোম্পানির কফির একটি রিভিউ লেখেন। রিভিউতে তরুণী লেখেন, ‘আমি বিষণ্ণ এবং অসহায় বোধ করছিলাম। রান্নাঘরে গিয়ে প্রথমেই চোখে পড়ল স্লিপি আউল কফির পাত্র। কফি বানালাম। এরপর ডেটিং অ্যাপে আমার ছবি পরিবর্তন ও কফির ছবি দিলাম। সঙ্গে লিখলাম, কীভাবে ভালো কফি বানানোর মতো কাউকে বন্ধু বানাতে হয়।  যা পরবর্তীতে দারুণ অভিজ্ঞতা দেয়।’

আরো পড়ুন : জ্যান্ত শোল মাছ গিলে খেলেই মিলবে রোগমুক্তি!

পেশায় কপিরাইটার তরুণী রিভিউয়ের শেষাংশে লেখেন, ‘আমি একজন কপিরাইটার এবং আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাকে কন্টেন্টের আকারে লিখতে পছন্দ করি। আমি এমন অনেক পণ্যের রিভিউ লিখে থাকি। আপনি যদি সব অভিজ্ঞতা পড়তে চান তাহলে আমার সঙ্গে থাকুন।’

এরপর স্লিপি আউল নামের কফি কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা অশ্বজিৎ সিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিংকডইনে পোস্ট করে চাকরির প্রস্তাব দেন ওই তরুণীকে। অশ্বজিৎ লেখেন, ‘প্রসিদ্ধা, আপনি যেই হোন, যেখানেই থাকুন, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন। স্লিপি আউল কফি আপনাকে চাকরির সুযোগ দিতে চায়। দারুণ রিভিউ লিখেছেন আপনি।’ 

প্রসিদ্ধার লেখা কফি রিভিউর স্ক্রিনশটও শেয়ার করেন অশ্বজিৎ সিং। পরবর্তীতে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সূত্র : এনডিভি
এস/ আই.কে.জে/

তরুণী কফি চাকরির প্রস্তাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250