রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

অন্যের হাই তোলা দেখলে কি আপনারও হাই ওঠে? জানুন কেন হয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ১৫ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

মানুষ নিত্যান্তই অনুকরণপ্রিয়। অন্যকে দেখে তো আমরা কতকিছুই করি, কিন্তু তাই বলে হাই তোলা? যদিও এটি অনুকরণ করার মতো কোনো কাজ নয়, তবু খেয়াল করে দেখবেন অন্য কাউকে হাই তুলতে দেখলে কারও কারও আপনা-আপনিই হাই উঠতে শুরু করে। তবে সবার ক্ষেত্রেই যে এমনটা ঘটে, তা নয়। তবে অন্যের হাই তোলা দেখলে কি আপনারও হাই ওঠে? জানুন কেন হয়-

হাই তোলা ছোঁয়াচে কিছু নয়। তাহলে এটি কী? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত ‘সোশ্যাল বিহেভিয়ার’। এরকমটা হওয়ার মূল কারণ হলে মানুষের শরীরে মিরর নিউরোনের ভূমিকা। মানুষ সামাজিক জীব। তাই আমরা দলবদ্ধ আচরণ করতেই ভালোবাসি। এই অভ্যাস আদিকাল থেকেই চলে আসছে। তখন থেকেই শিকার করতে যাওয়া, ঘুমানোসহ আরও অনেক কাজই দলবদ্ধভাবে করা হতো। এরই প্রতিফলন এই হাই তোলা।

আরো পড়ুন : পেটের বাড়তি মেদ কমাতে খান শসা মিশ্রিত পানি

অন্যের দেখাদেখি হাই তোলাই কেবল নয়, এ ধরনের সোশ্যাল বিহেভিয়ারের আরও অনেক উদাহরণ খুঁজে পাবেন। যেমন কাউকে আঘাত করতে দেখলে সেই দৃশ্য যারা দেখছেন তারাও ব্যথা অনুভব করেন, অন্যের খারাপলাগা আমাদেরও ছুঁয়ে যায়। অন্যের ক্লান্তি দেখলে নিজেদেরও ক্লান্ত লাগে। এরকমই একটি উদাহরণ এই হাই তোলা।

হাই তোলার বিষয়টি কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। জুরিখে শিম্পাঞ্জিদের ওপর গবেষণা করা হয়েছিল। যেখানে তাদের হাই তোলার ভিডিও দেখানো হয়। ভিডিওতে পাঁচ-ছয়জন বসে হাই তুলছে। সেই ভিডিও দেখে শিম্পাঞ্জিগুলোও হাই তুলতে থাকে। 

মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষ দলগতভাবে চিন্তাভাবনা করে কাজ করতে পছন্দ করে। বহু যুগ ধরেই এমনটা চলে আসছে। দলবদ্ধভাবে শিকার করা বা ঘুমাতে যাওয়া, ভোরবেলায় একসঙ্গে ওঠার মতো বিষয়গুলো এখন আর নেই যদিও। তাই সচেতনভাবে আমরা এমনটা না করলেও আমাদের অবচেতনে বা জিনের মধ্যে এগুলো রয়ে গিয়েছে। হাই ওঠাকে ঘুম আসার লক্ষণ মনে করা হয়। একটা সময় এরকমটা ছিল ঘুমাতে যাওয়ার নির্দেশ। তাই অন্যকে হাই তুলতে দেখলে অজান্তেই আমাদের হাই ওঠা শুরু হয়। 

এস/ আই.কে.জে/ 

বিশেষজ্ঞ হাই তোলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250