রবিবার, ১লা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসির ‘দায়িত্বহীনতায়’ ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য ফাঁস *** যৌন অপরাধী এপস্টেইনের নথিতে নরেন্দ্র মোদির নাম *** যৌন অপরাধীর ফাইলে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর আপত্তিকর ছবি *** আলী রীয়াজ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন: মাসুদ কামাল *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না’ *** একটি দল প্রকাশ্যে ‘হ্যাঁ’র পক্ষে বললেও গোপনে ‘না’র প্রচার চালায়: মামুনুল হক *** পচা রাজনীতিকে আমরা পাল্টে দিতে চাই: জামায়াতের আমির *** যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান *** মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ *** ২২৪ কোটি টাকার রপ্তানির আদেশ মিলল বাণিজ্য মেলায়

গরমে বিদ্যুৎ বিল কমাতে কাজে লাগান এই ৫ ট্রিক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমে বিদ্যুৎ বিল একটু বেশি আসে। এর যথেষ্ট কারণও আছে বৈকি! গরমে একদিকে সারাদিনের হাড় ভাঙা খাটুনির শেষে ঘরে ফিরে একটু জিরোতে গিয়ে ফ্যান এসি না চালালেই নয়, অন্যদিকে আবার মাসের শেষে হাতে ধরায় বিশাল বিদ্যুৎ বিল।

তবে কিছু ট্রিকস জানা থাকলে খুব সহজেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন-

১. বাড়িতে যদি পুরোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে তাহলে এখনই তা সরিয়ে ফেলুন। কারণ এই ধরণের যন্ত্রপাতিগুলো বিদ্যুৎ বিল অনেকটা বাড়িয়ে দেয়। এখন বাজারে শক্তি সাশ্রয়ী ৫ স্টার রেট যুক্ত যন্ত্রপাতি চলে এসেছে। সেগুলো ব্যবহার করলে বিদ্যুৎ অনেকটা সাশ্রয় করা যায়।

আরো পড়ুন : মোবাইল-কম্পিউটারে আসক্তি নিয়ে যা বলছেন বিশেষজ্ঞরা

২. শুধু যেই ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করছেন সেগুলোর সুইচ অন রাখুন। অপ্রয়োজনে ইলেকট্রিক যন্ত্রের সুইচ সব সময় অফ রাখতে ভুলবেন না। এমনকি ফোনের চার্জার বা ল্যাপটপের মত ছোট ছোট ডিভাইসগুলির ক্ষেত্রে একই বিষয় মনে রাখতে হবে।

৩. আধুনিক বাল্বের ব্যবহার করুন। আপনার বাড়িতে যদি এলইডি বাল্বের পরিবর্তে অন্য কোনো বাল্ব ব্যবহৃত হয়ে থাকে তাহলে আজই তা পরিবর্তন করুন। কারণ বর্তমান সময়ে আধুনিক এলইডি লাইটগুলো অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করে।

৪. অনর্থক বিদ্যুৎ অপচয় করবেন না। খেয়াল রাখবেন আপনার বিদ্যুৎ যেন অনর্থক কাজে ব্যয় না করা হয়। কম্পিউটার ও মোবাইল চার্জারের কাজ হয়ে গেলে তা সব সময় অফ রাখতে ভুলবেন না। এর সঙ্গে সঙ্গে আপনার ঘরে থাকা টিভিকে স্ট্যান্ডবাই মোডে কখনই রাখবেন না।

৫. এসি সঠিক তাপমাত্রায় চালান। গ্রীষ্মে বেশি এসি ব্যবহার করতে হয়। তবে এসি ব্যবহার করলে যে বিদ্যুৎ বিল বেশি আসে ব্যাপারটা তেমন একেবারেই নয়। এসির সঠিক ব্যবহার করতে না জানলে এসি থেকে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় হয়।

এয়ার কন্ডিশনার চালানোর সময় এসিকে যদি ২৪ ডিগ্রি অটোমেটিক সেটিংয়ে চালানো হয় তাহলে বিদ্যুৎ বিল অনেকটা কম আসে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/  আই.কে.জে


টিপস বিদ্যুৎ বিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250