সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

দুপুরে ভরপেট খাওয়ার পর কেন ঘুম পায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেরই দুপুরে পেট ভরে খাওয়া-দাওয়ার পরই চোখ মেলে থাকা দায় হয়ে পড়ে। তখন চেষ্টা করেও চোখ খোলা রাখা যায় না। বার বার হাই উঠতে থাকে। কমবেশি সবাই এই সমস্যায় ভোগেন। তবে এর কারণ কী?

চিকিৎসকদের মতে, খাওয়ার পরপরই এই ক্লান্তিভাব ‘ফুড কোমা’ নামে পরিচিত। এই অবস্থাকে ‘পোস্টপ্রানডিয়াল সমনোলেন্স’ও বলা হয়। কর্মব্যস্ততার মাঝে কোনো রকমে খাওয়া-দাওয়া সেরে কাজে বসা হয়।

তবে এ সময় শরীর ঝিমিয়ে পড়ায় কাজে ব্যাঘাত ঘটে। তাই ঘুম ঘুম ভাব কাটাতে কয়েকটি বিষয় মেনে চলতে হবে। জেনে নিন দুপুরে ঘুম ঘুম ভাব কাটাতে কী করবেন-

স্বাস্থ্যকর খাবার খান

দুপুরের খাবারে ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার রাখুন। ফাইবারে ভরপুর ফলমূল, শাকসবজি ও শস্যজাতীয় খাবার খেতে পারেন। এতে হজম ভালো হবে, রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকবে। ফলে আপনার ঘুম ঘুম ভাব দূর হবে।

মসলাদার খাবার এড়িয়ে চলুন

বিরিয়ানি, পিৎজা, বার্গার, পেস্ট্রি, কেকের মতো খাবার খেলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে পারে। অতিরিক্ত তেল, মসলাদার বা চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলুন।

রিফাইন্ড কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে দিন। ফাস্টফুড, জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন। প্রক্রিয়াজাত খাবার ও কার্বোনেটেড সফট ড্রিংকসও দুপুরে খাবেন না। অতিরিক্ত চিনি ও চর্বি দুপুরে খেলেই ঘুম পাবে।

অল্প অল্প খান খুব বেশি খাবার একবারে খাবেন না। সারাদিন অল্প অল্প খাবার বার বার খেতে হবে। খাবার একটু চিবিয়েই গিলে ফেলবেন না। বরং খাবার ধীরে ধীরে চিবিয়ে খান। আর খেয়েই এক জায়গায় বসে থাকবেন না, একটু হাঁটাহাঁটি করুন।

আরো পড়ুন : জেব্রা ক্রসিং এর বাংলা আপনার জানা আছে কি?

প্রচুর পানি পান করুন

খাবারের আগে ও পরে প্রচুর পরিমাণে পানি পান করুন। এতে হজম ভালো হবে ও শরীর হাইড্রেট থাকবে।

ক্যাফেইন গ্রহণ কমান

খাবার খাওয়ার আগেই অথবা পরপরই ক্যাফেইনযুক্ত পানীয় যেমন- চা বা কফি না খাওয়াই ভালো। এতে ঘুম ও হজমে গণ্ডগোল হয়।

পর্যাপ্ত ঘুম

রাতে ৭-৮ সাত-আট ঘণ্টার ঘুম যেন সম্পূর্ণ হয়, সেদিকে নজর রাখুন। রাতে ঘুম ঠিকঠাক হলেই সারাদিন আলসেমি বোধ হয় না। ঘুম ভালো হলে শরীরে লেপটিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের খাবার পরিপাকে সাহায্য করে।

খাওয়ার পর এই হরমোন আমাদের মস্তিষ্কে জানান দেয় যে, আমাদের পেট ভরা। তবে ঘুম ঠিকমতো না হলে শরীরে গ্রেলিন নামক হরমোন ক্ষরণ বেড়ে যায়, যার ফলে আরও বেশি খিদে পায়।

সূত্র: বোল্ডস্কাই

এস/ আই.কে.জে

স্বাস্থ্যকর ঘুম দুপুর শরীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250